Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনগাজিতে সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সংঘর্ষে এক ডজনেরও বেশি লোক নিহত হয়েছে। মার্কিন বিমান হামলায় বেশকিছু লোক নিহত হওয়ার একদিন পর এই সংঘর্ষের ঘটনা ঘটলো। মেডিকেল কর্মকর্তারা শনিবার জানান, সরকারি বাহিনী ও সন্দেহভাজন গেরিলাদের মধ্যে সংঘর্ষে বেনগাজিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। গেরিলা দলটি কারা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে, আন্তর্জাতিকভাবে সমর্থিত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে গত কয়েক মাস যাবত ইসলামপন্থী যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটছে। এক সামরিক মুখপাত্র জানান, বেশিরভাগ সংঘর্ষের ঘটনাই ঘটেছে পার্শ্ববর্তী বোতনিতে। শনিবারের সংঘর্ষের একদিন অগে দেশটির পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন ইসলামপন্থী যোদ্ধাদের একটি ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর হামলা চালিয়েছিল। ওই হামলায় নিহতদের মধ্যে দু’জন সার্বীয় নাগরিক ছিল, ইসলামপন্থীরা যাদের নভেম্বর মাসে অপহরণ করেছিল। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে অপসারণের পর লিবিয়া দুটি সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। একটি রাজধানী ত্রিপোলিভিত্তিক, অন্যটি দেশের পূর্বাঞ্চলকে শাসন করছে। এদিকে দেশটির কর্মকর্তারা সিরিয়া ও ইরাকের মতো তিউনিসিয়া থেকে ইসলামপন্থীদের লিবিয়ায় ফিরে আসার শঙ্কা করছেন। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনগাজিতে সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ