Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ভাঙচুর

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে একটি বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছে। এ সময় অবস্থা বেগতিক দেখে হাসপাতালটির কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার সন্ধ্যায় সাভার পৗর এলাকার গেন্ডা মহল্লায় অবস্থিত ‘মনামী স্বাস্থ্যকেন্দ্র অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ নয়ন তারা (২০)। রংপুর জেলার পীরগঞ্জ থানার নয়নদি গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। সে তার স্বামী আতোয়ার রহমানের সাথে নামা গেন্ডা মহল্লায় মজিদ খানের বাড়িতে ভাড়া থাকত। নিহতের পোশাক শ্রমিক স্বামী আতোয়ার রহমান বলেন, আমি দুপুরের খাবারের বিরতির সময় বাসায় এলে শুনি স্ত্রীর প্রসবযন্ত্রণা দেখা দিয়েছে। তখন কাছের মনামী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরে বিকেলে হাসপাতালটির পরিচালক ডা. এম আর জাহাঙ্গীর, তার স্ত্রী লিপি আক্তার ও ম্যানেজার সুমন জানায়, আমার স্ত্রীর সিজারে একটি পুত্র সন্তান হয়েছে। তবে নয়ন তারা মারা গেছে। তিনি অভিযোগ করে বলেন, ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার স্ত্রী মারা গেছে। তাই বিষয়টি তদন্ত করে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেন।
নিহতের মা সাহিদা বেগম বলেন, দুপুরে মনামী স্বাস্থ্যকেন্দ্রের নার্স রঞ্জনা ও মার্কেটিং অফিসার রাশেদা আমাদের বাসায় গিয়ে নয়ন তারাকে জোর করে হাসপাতালে নিয়ে আসে।
তবে সরেজমিন হাসপাতালটিতে গিয়ে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি। তবে রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গাইনি বিশেষজ্ঞ ডা. শামসুন্নাহার সনেট, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (অ্যানেসথেশিয়া) নাজমুল হুদা মিঠু, নার্স রঞ্জনা এবং হাপাতালটির পরিচালক এম আর জাহাঙ্গীর ও তার স্ত্রী লিপি বেগম অপারেশনের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন। কিন্তু রোগী মারা যাওয়ার পর তারা কৌশলে পালিয়ে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ