পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমানা থেকে এক বাংলাদেশী নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বাংলাদেশীর নাম এসলাম (৩০)।
তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির ঘুঘুপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বিএসএফের নির্যাতনে এসলামের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও তা অস্বীকার করেছে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম আবুল এহসান জানান, সোমবার সকাল ১০টার দিকে অহেদপুর সীমান্তের ১৩/২-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের ৬শ’ গজ অভ্যন্তরে নিহত এসলামের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চাঁদনীচক সীমান্ত ফাঁড়ির সদস্যরা তার লাশ উদ্ধার করে সেদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় বিকেল ৩টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, রোববার রাতে ওই সীমান্তে তারা কোন অভিযান চালাইনি। তাই বিএসএফের গুলিতে বা নির্যাতনে কেউ মারাও যায়নি। তিনি আরো আরো জানান, ময়নাতদন্ত শেষে যতদ্রুত সম্ভব নিহত এসলামের লাশ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।