গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া : প্রধান দুই দলেই নতুন মুখের আধিক্য পুরাতনরাও কম যায় না
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
আবুল হাসান সোহেল, মাদারীপুর থেকে : ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন-তারিখ নির্ধারিত হয়নি এখনো। তবে মাদারীপুর ৪ উপজেলার ৫৯ ইউনিয়নের মধ্য থেকে প্রথম ধাপে শিবচর উপজেলার ১৯ ইউনিয়নের ১৬টির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাকি ৩টির মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় আপাতত হচ্ছে না। এ খবরে সম্ভাব্য প্রার্থীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। জোরেশোরে বইতে শুরু করেছে শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। চায়ের দোকান, হাটবাজারে জমে উঠেছে সাধারণ ভোটারদের চায়ের আড্ডা। এবারই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কারণে ভোটার ও প্রার্থীদের মধ্যে নতুন মাত্রা যোগ হয়েছে। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের কাছে প্রতীক পাওয়া জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রায় প্রতিদিনই এলাকার সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ করছেন। প্রার্থীরা নিজ নিজ এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পরিচয় দিয়ে দোয়া-আশীর্বাদ নিচ্ছেন। পুরাতন প্রার্থী ছাড়াও এবার নতুন মুখের সংখ্যা বেশি। নতুনদের মধ্যে শিক্ষিত যুব সম্প্রদায়ের আধিক্য সর্বাধিক। দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবার প্রথম হওয়ায় এর আবেদন অনেকটাই বেশি। পৌরসভা নির্বাচনের মতো এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ীমী লীগ ও বিএনপিতে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি। মনোনয়নে হেরফের হলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপি দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ভা-ারিকান্দি ইউনিয়নে- মোঃ শওকত হোসেন নান্নু, মোঃ হাবিবুর রহমান মাদবর, আবুল কালাম আজাদ, নূর মোহাম্মদ হাওলাদার ও শহীদুল ইসলাম হাওলাদার। বাঁশকান্দি ইউনিয়নে- নূর মোম্মদ মল্লিক, আবুল বাসার মুন্সী, মোঃ আক্কাস আলী মোল্লা, আবুল হোসেন বয়াতি, মোঃ শাজাহান মোল্লা, মোঃ সাইফুল ইসলাম, রিপন মাদবর ও মোঃ ফারুক তায়ানী, বহেরাতলা ইউনিয়নের (দক্ষিণ)- মোঃ রোমানুজ্জামান মিয়া, মোঃ অলিউল্লাহ খালাসি ও মোঃ বিল্লাল হোসেন হাওলাদার। বহেরাতলা ইউনিয়নে (উত্তর) মোঃ জাকির হোসেন, হায়দার হাওলাদার, মোঃ নুরু মিয়া ও মোঃ কুটি মিয়া ঢালী। শিবচর ইউনিয়নে- মোঃ রাজন মাদবর, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইব্রাহিম খান ও আসাদুজ্জামান মোল্লা, নিলখী ইউনিয়নে- মাস্টার মোঃ বাচ্চু মাতুব্বর, মোঃ বাবুল খালাসী, জাহাঙ্গীর হোসেন ভূইয়া, মোঃ ওয়াসিম মাতুব্বর, মোঃ রুশো খান, আলিমুজ্জামান খালাসী, আবদুর রহিম লপ্তি ও মোঃ বকুল লপ্তি। শিরুয়াইল ইউনিয়নে- মুরাদ হাওলাদার, মোঃ শরাফ উদ্দিন মাতুব্বর ও আজিজুল হক মুন্সী। দত্তপাড়া ইউনিয়নে- মোঃ জসিম উদ্দিন খালাসী, মোঃ জহীর চৌধুরী, মোঃ রিগ্যান-এ-চৌধুরী, মোঃ মুরাদ মিয়া, টুকু ফরাজি, মহসিন উদ্দিন, মোঃ পান্নু চৌধুরী, মোঃ শাজাহান চৌধুরী, মিজানুর রহমান তালুকদার, মজিবর রহমান শিশু ও মোঃ নজরুল ইসলাম। বন্দরখোলা ইউনিয়নে- মোঃ নজরুল ইসলাম (মোতাহার মাদবর), মোতাহার হোসেন খান, মোঃ নবেল শিকদার, মোঃ খোকন শেখ ও তোতা মিয়া ফকির। মাদবরচর ইউনিয়নে- আবদুর রাজ্জাক মোল্লা, মোঃ সুলতান মাহমুদ চৌধুরী, মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী ও মোঃ সাইদুর রহমান বাবুল হাওলাদার। কাঁঠালবাড়ী ইউনিয়নে- মোঃ সেলিম হাওলাদার, মোঃ মোহসেনউদ্দিন সোহেল বেপারী, বিএম আতাউর রহমান (আতাহার বেপারী), মোঃ ফারুক হোসেন বেপারী, আলতাফ বেপারী, মোঃ আইউব রায়হান লিংকন, মোঃ মোস্তফা বেপারী ও আবদুস সালাম শেখ। চরজানাজাত ইউনিয়নে- মোঃ বজলুর রহমান সরকার, এডভোকেট মোঃ নাসির উদ্দিন বেপারী, মোঃ জাহাঙ্গীর আলম খান, মোঃ হারুণ মুন্সী, আবদুর রহিম মুন্সী, আঃ মজিদ বেপারী, মোঃ নুরুল ইসলাম সরকার, মোঃ ওয়াসিম সরকার জয় ও মোঃ শান্ত বেপারী। কুতুবপুর ইউনিয়নে- মোঃ মনোয়ার হোসেন বেপারী, মোঃ আতিকুর রহমান মাদবর, মোঃ ইব্রাহিম শিকদার, মোঃ লাল মিয়া ও মোঃ জলিল মল্লিক। কাদিরপুর ইউনিয়নে- মোঃ শাহ আলম তালুকদার চাঁন মিয়া, বিএম জাহাঙ্গীর হোসেন ও মোঃ মাহবুবুর রহমান মাদবর। দ্বিতীয়া খ- ইউনিয়নে- অ্যাড. মোঃ হাবিবুর রহমান খলিফা, মোঃ মাহবুল আলম তালুকদার (মাসুম তালুকদার), মোঃ হাবিবুর রহমান মৃধা, মোঃ মফিজ মিয়া, মোঃ তাইজুল ইসলাম, মোঃ মোতাহার হাওলাদার, মোঃ মনির হোসেন কাজী ও মোঃ সেলিম মোড়ল। পাঁচ্চর ইউনিয়নে- মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, মোঃ লিয়াকত হোসেন ঢালী, মোঃ এনায়েত হোসেন হাওলাদার, মোঃ বাবুল হাওলাদার, মোঃ লিয়াকত হোসেন সিদ্দিকী (মলি মিয়া)। উপজেলা আওয়ামী লীগের এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, উপজেলার ১৯টি ইউনিয়নের প্রায় সকল ইউনিয়নেই আওয়ামী লীগের ৪ থেকে ৫ জন পর্যন্ত প্রার্থী রয়েছেন। দলীয় প্রতীকে নির্বাচন হলে মাঠপর্যায়েও কিছুটা সমস্যা হবে। প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় দলীয় প্রার্থী যাচাই করা কঠিন হবে। শিবচর উপজেলা নির্বাচন অফিসার এবিএম আজমল হোসেন বলেন, ‘১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে শিবচর উপজেলা গঠিত। আগামী ২৬ মার্চের পূর্বে ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে ধারণা করা যাচ্ছে- আগামী ২৩ অথবা ২৪ মার্চ ১৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’