Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রত্যাশীদের তৎপরতায় প্রধান দুই দলের দায়িত্বশীল নেতারা বিপাকে

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : আসন্ন ইউপি নির্বাচকে সামনে রেখে চলছে তোড়জোড়। তফসিল ঘোষণার পর দলীয় সমর্থনের জন্য তেঁতুলিয়া উপজেলায় সাতটি ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে। দলীয় মনোনয়ন পাওয়ার আশায় সম্ভাব্য প্রার্থীরা প্রভাবশালী রাজনৈতিক নেতা-নেত্রীসহ দলীয় কার্যালয়ে ছুটে বেড়াচ্ছে। তবে ১৪ দলীয় মহাজোট এবং ২০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপচারিতায় জানা গেছে, দলীয় প্রার্থী নির্বাচন ও মনোনয়ন দিতে তারা কোন তাড়াহুড়া না করে সরেজমিনে খোঁজ নিয়ে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করবেন। উপজেলার সাতটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহৎ দুইটি রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী একাধিক ব্যক্তি দলের নেতাদের দৃষ্টি আকর্ষণে নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে সম্ভাব্য দোয়া প্রার্থীদের পোস্টার আর ফেস্টুনে তেঁতুলিয়ার আনাচে-কানাছে ছেয়ে গেছে। প্রার্থীদের লাগানো এসব পোস্টার আর ফেস্টুনে নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতির বিবরণের পাশাপাশি নিজেকে যোগ্য প্রার্থীর তালিকায় নিতে রীতিমত জনসাধারণ ও দলীয় নেতাদের বাড়িতে সমর্থনের আশায় ভিড় জমাচ্ছে। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের জোর তৎপরতায় বৃহৎ দুই দলের দায়িত্বশীল নেতারা পড়েছেন বিপাকে। ফলে নেতারা সম্ভাব্য প্রার্থীদের কাউকে কোন রকম আশ্বাস দিচ্ছে না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াছিন আলী মন্ডল ও সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু এ প্রতিবেদককে জানান, প্রত্যেক ইউনিয়নে একাধিক দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতা-কর্মীর নাম আমাদের কাছে আসছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি/সম্পাদক এবং উপজেলা ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই প্রতিটি ইউনিয়নে একক যোগ্য প্রার্থীকে মনোনয়নের জন্য নির্বাচিত করব। আমরা আশা করি দলীয় সিদ্ধান্তের বাহিরে কেউ অবস্থান নিবে না। তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. মহসীন আলী এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম শাহিন এই প্রতিবেদককে জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সভাপতি/সম্পাদকদের তথ্যের ভিত্তিতে দলীয় আলোচনা করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনপ্রিয় একক যোগ্য প্রার্থীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করা হবে। উপজেলার সাতটি ইউনিয়নে দুই দলে সম্ভাব্য প্রার্থীরা হলেন- ১নং বাংলাবান্ধা ইউপির আ’লীগের সমর্থনের আশায় মাঠে নেমেছে বর্তমান চেয়ারম্যান মো. কুদরত-ই-খুদা মিলন, সাবেক চেয়ারম্যান মো. নায়েবুল ইসলাম। বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান মো. মহসীন আলী প্রধান ও মো. শাহ আলম কিরণ। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মো. আব্দুল লতিফের নাম শোনা যাচ্ছে। ২নং তিরনই হাট ইউনিয়নে আ’লীগ থেকে আবু তাহের চৌধুরী (ছুলু), আনোয়ার হোসেন খোকন, হাজী তাহমিদ মিল্টন ও জাসদ থেকে সাবেক চেয়ারম্যান আবুল বাশার এবং বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসাইন, সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মো. বাবুল হোসেন (মেম্বার) ও আশরাফুল করিম (মেম্বার) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ইমদাদুল হকের নাম শোনা যাচ্ছে। ৩নং তেঁতুলিয়া ইউপি থেকে আ’লীগের সমর্থনের আশায় মাঠে নেমেছেন বর্তমান চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মিয়া ও উদীয়মান তরুন নেতা আব্দুল্লাহ আল মামুন। অপরদিকে বিএনপি’র পক্ষ থেকে দলীয় সমর্থনের আশায় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহাদৎ হোসেন (রঞ্জু) ও সাবেক ছাত্রদের সভাপতি ও যুবদলের নেতা সাইদুর রহমান বাবলু, মাসুদ আল করিম। জাগপার একক প্রার্থী মো. ফারুক আজমসহ ক’জন প্রার্থীর গুঞ্জন শোনা যাচ্ছে। ৪নং শালবাহান ইউপি থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল হাকিম, মো. নূর ইসলাম (লালু মেম্বার), মো. আব্দুল রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. হবিবর রহমান ও মো. নুরুল ইসলাম (ইসলাম মেম্বার) এবং বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, মরহুম জমির উদ্দিন চেয়ারম্যানের ছেলে মো. বাবুল হোসেন, মরহুম সাইদুর রহমান চেয়ারম্যানের ছেলে লিটন আহমেদ। জাসদের প্রার্থী কবির হোসেন। ৫নং বুড়াবুড়ি ইউপি থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. কলিমউদ্দিন (কলি মেম্বার), সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. তারেক রহমান এবং আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান কামু, নজরুল ইসলাম মাস্টার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ইউনিয়নে জাসদের একক প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা জামান রাজুর নাম শোনা গেছে। ৬নং ভজনপুর ইউপি থেকে বিএনপির দলীয় প্রতীকে টিকিট পেতে জোর তৎপরতা শুরু করেছেন সাবেক যুবদল নেতা মোকছেদ আলী, মো. মোসলেম উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান মো. মোস্তফা কামাল পাশা (স্বপন) এবং আওয়ামী লীগ থেকে মো. আলমগীর ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. ইমদাদুল হক। ৭নং দেবনগর ইউপি থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, মো. সোলায়মান আলী, মো. ডাবলু এবং বিএনপি থেকে মো. মহসীন আলী ও মো. মজিবর রহমানের নাম শোনা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রত্যাশীদের তৎপরতায় প্রধান দুই দলের দায়িত্বশীল নেতারা বিপাকে
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ