Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ৪:২২ পিএম

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় উচ্চ পদস্থ তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ জনের ফাঁসির আদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন,এ জঘন্য হত্যাকাণ্ডের পরে জনমনে যে ভীতির সৃষ্টি হয়েছে তা দূর হবে। পরবর্তী যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো শেষ করেই এ রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, 'বিজ্ঞ আদালত নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিশ্লেষণ করে অপরাধীদের মৃত্যুদণ্ড এবং বিভিন্ন সাজা দিয়েছেন।জনগণ এই রায়ে সন্তুষ্ট হবে এবং এই ঘৃণ্য অপরাধে যে ভীতির সৃষ্টি হয়েছিলো সেই ভীতি দূর হবে। যেই অপরাধ করুক তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেয়ায় রাষ্ট্রের দায়িত্ব। আমার মনে হয় আমরা তা করতে পেরেছি।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ