পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় উচ্চ পদস্থ তিন র্যাব কর্মকর্তাসহ ২৬ জনের ফাঁসির আদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন,এ জঘন্য হত্যাকাণ্ডের পরে জনমনে যে ভীতির সৃষ্টি হয়েছে তা দূর হবে। পরবর্তী যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো শেষ করেই এ রায় কার্যকর করা হবে।
তিনি বলেন, 'বিজ্ঞ আদালত নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিশ্লেষণ করে অপরাধীদের মৃত্যুদণ্ড এবং বিভিন্ন সাজা দিয়েছেন।জনগণ এই রায়ে সন্তুষ্ট হবে এবং এই ঘৃণ্য অপরাধে যে ভীতির সৃষ্টি হয়েছিলো সেই ভীতি দূর হবে। যেই অপরাধ করুক তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেয়ায় রাষ্ট্রের দায়িত্ব। আমার মনে হয় আমরা তা করতে পেরেছি।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।