হত্যা ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে হত্যা ও ডাকাতি মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১২টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা ও কড়ুইগাছী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কড়ুইগাছী গ্রামের আক্কাস আলীর ছেলে আরফিন (৩৫) ও করমদী গ্রামের আলেহীম মিয়ার ছেলে এলাহী (৫৫)। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, আরফিন কয়েকটি ডাকাতি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অপরদিকে এসআই আবু বক্কর হাড়াভাঙ্গা গ্রাম থেকে হত্যা মামলার আসামী এলাহীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।