Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ছুটি না দেয়ায় নিরাপত্তারক্ষীর গুলিতে ৪ সহকর্মী নিহত

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ছুটি না দেয়ায় ভারতে শিল্প নিরাপত্তারক্ষী বাহিনীর (সিআইএসএফ) এক জওয়ানের এলোপাতাড়ি গুলিতে চার সহকর্মী নিহত হয়েছেন। ভারতের বিহার রাজ্যে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই জওয়ানের নাম বলবীর সিং। তাকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে ওই রাজ্যের আওরঙ্গবাদ জেলার নবীনগর পাওয়ার জেনারেশন কোম্পানিতে (এনপিজিসিএল) দায়িত্ব পালন করছিলেন তিনি। তিনি ছুটি চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। সেই ক্ষোভে নিজের বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন ওই জওয়ান। আর সেই গুলিতে তাঁর চার সহকর্মী নিহত হয়।
স্থানীয় পুলিশ সুপার সত্যপ্রকাশ বলেন, ছুটি নিয়ে অসন্তোষের জেরেই নিজের বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে বলবীর। এতে তাঁর চার সহকর্মী নিহত হয়। নিহত জওয়ানদের মধ্যে তিনজন হেড কনস্টেবল (এইচসি), অন্যজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। বলবীরকে গ্রেফতার করা হয়েছে। বলবীরের বাড়ি উত্তর প্রদেশের আলীগড় এলাকায়।
তিনি আরও জানান, এনপিজিসিএল এলাকায় নিরাপত্তা রক্ষার জন্য সিআইএসএফের একটি ইউনিট কাজ করত। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এক শিফটের কাজ শেষ হয়ে যায়। ওই শিফটের সদস্যরা যখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছুটি না পাওয়া বলবীর সিং তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়।
সিআইএসএফ কর্র্তৃৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। Ñসূত্র : টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ