সৈয়দ আবুল মকসুদের বিরক্তি
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
খ্যাতিমান গবেষক সৈয়দ আবুল মকসুদ এবার মেলার বইয়ের মান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তার মতে মানশূন্য বইয়ের আধিক্যে অনেক ভালোবই আড়ালে পড়ে যাচ্ছে। মেলায় ৪শ’ প্রকাশনীর স্টল রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান মেলায় অন্তত ২টি মানসম্পন্ন বই প্রকাশ করলে ভালো বই ৮শ’ বের হওয়ার কথা। কিন্তু তাতো হচ্ছে না। আবার অনেক তরুণ লেখক ভালো বই লিখছে, কিন্তু তা আড়ালে পড়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালানের জন্য সৈয়দ আবুল মকসুদ বাংলা একাডেমির প্রতি আহ্বান জানান।