Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপিকে আরও ধৈর্য ধরার আহ্বান নাসিমের

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির চলতি ধৈর্যের প্রশংসা করে আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আমি বিএনপিকে বলব, আপনারা এতদিন ধৈর্য ধরেছেন। আরেকটু ধৈর্য ধরুন। নির্বাচন পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকুন।
গতকাল শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের  বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন জোটের সমন্বয়কারী মোহাম্মদ নাসিম। ইসি গঠনে প্রেসিডেন্টের সংলাপে সাড়া দেয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপি নির্বাচনে আসবে। ১৪ দলের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন। নির্বাচন কমিশন গঠনে প্রেসিডেন্ট যে উদ্যোগ নিয়েছেন তার প্রতি আমাদের পূর্ণআস্থা রয়েছে। সব দলকে প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে আহ্বান জানাই।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির আলোচনায় বসার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, সে সুযোগ নেই। আলোচনা হবে প্রেসিডেন্টের সাথে। আর এটা সরকারের দায়িত্ব না, নির্বাচন করবে নির্বাচন কমিশননির্বাচন কমিশন গঠন করবেন প্রেসিডেন্ট। এর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কিসের সংলাপ।
বিরোধীদলকে দমন-পীড়ন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের বিষয়ে ক্ষমতাসীন দলের নেতা নাসিম বলেন, বিরোধীদের দমন করা হচ্ছে না। বিরোধী দলগুলো ধৈর্য দেখাচ্ছে। তারা নির্বাচন পর্যন্ত ধৈর্য দেখাক না।
গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকা-ের নিন্দা জানিয়ে খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ১৪ দল।
১৪ দলীয় জোটে ভাঙনের চেষ্টা চলছে বলে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জোটের সমন্বয়কারী বলেন, ২/১টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। কিন্তু ১৪ দলে আন্তরিক সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, ১৪ দলীয় জোট একটি ব্র্যান্ড। চিরদিনই এ ঐক্য থাকবে। এ জোটে দলের সংখ্যা বাড়তে পারে, কমার কোন সুযোগ নেই।
আগামী ২০ ও ২১ জানুয়ারি বগুড়া ও রংপুরে ১৪ দল শীতবস্ত্র বিতরণ করবে বলে জানান নাসিম।
১৪ দলের বৈঠকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আক্তার, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ  হোসেন,  খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ