Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ মাসে ১২ লাখ সিম বন্ধ

অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে ব্যবহৃত হওয়ায় ১২ লাখ ৭৫ হাজার সিম বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। বন্ধ হওয়া এসব সিমের মধ্যে ৬১ শতাংশই রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের। গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই নয় মাসেই এসব সিম বন্ধ করে কমিশন। বিটিআরসি’র অভ্যন্তরী এক প্রতিবেদন থেকে সম্প্রতি এসব তথ্য জানা যায়। কমিশন সূত্রে জানা যায়, বছরের শুরু থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনের বিরুদ্ধে অভিযান, মোবাইল অপারেটরগুলোর সেল্ফ রেগুলেশন, কমিশনের মাধ্যমে জব্দ হওয়া এবং বিদেশি দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে ১২ লাখ ৭৫ হাজার সিম অবৈধ কল টার্মিনেশনে ব্যবহৃত হওয়ার চিহ্নিত এবং সেগুলো বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে অবৈধ  কল টার্মিনেশনের বিরুদ্ধে বিটিআরসি’র অভিযানে ২০ হাজার ৫৯৩টি সিম বন্ধ করে দেয়া হয়। মোবাইল ফোন অপারেটরগুলোর সেল্ফ রেগুলেশনের মাধ্যমে বন্ধ হয় ৮৩ হাজার ৮১৯টি সিম। ইউরোপিয়ান সেম্পল টেস্টিং দুটি কোম্পানির মাধ্যমে আরও ৪১ হাজার ৬৭৯টি সিম এই অবৈধ কলে ব্যবহৃত হওয়া চিহ্নিত করা হয়। তবে টেলিকম মার্কেটে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের মার্কেট শেয়ার মাত্র ২ দশমিক ৫১ শতাংশ থাকলেও অবৈধ কল টার্মিনেশনে ব্যবহৃত সিমের সিংহ ভাগই এই অপারেটরটির। শুধু গত বছরের নয় মাসেই না, এর আগেও বিগত বছরগুলোতে অবৈধ ভিওআইপি’তে (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) বিভিন্ন সময় চিহ্নিত ও বন্ধ করা সিমের মধ্যে সিংহ ভাগই ছিল টেলিটকের। বিটিআরসি’র তথ্য অনুযায়ি, গত বছর নয় মাসে টেলিটকের ৩ লাখ ৫৭ হাজার সিম অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে ব্যবহৃত হওয়ায় সেল্ফ রেগুলেশন পদ্ধতিতে বন্ধ করে দেয়া হয়েছে। একই সময়ে গ্রামীণফোনের বন্ধ হয় ২ লাখ ৫১ হাজার সিম এবং রবি’র ১ লাখ ৪৪ হাজার সিম। এর মধ্যে গ্রামীণফোন নিজস্ব পদ্ধতিতে বন্ধ করেছে ২ লাখ ৪৭ হাজার এবং রবি বন্ধ করেছে ১ লাখ ৩৯ হাজার সিম। এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত ৪৬টি অভিযানে অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে ব্যবহৃত হওয়ায় টেলিটকের ২৫ হাজার ৯০৩টি সিম জব্দ করে নিয়ন্ত্রণ সংস্থা। এছাড়া কল টার্মিনেশনে জড়িত থাকায় বিভিন্ন সময়ে টেলিটককে ১৪ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করে কমিশন। যদিও এই জরিমানার টাকা এখনো পরিশোধ করেনি অপারেটরটি।   
বিটিআরসি’র নীতিমালা অনুযায়ি, যদি কোন সিমে দৈনিক দুই ঘণ্টার বেশি আন্তর্জাতিক কল হয়ে থাকে তাহলে অবৈধ আন্তর্জাতিক কলে ব্যবহৃত হচ্ছে সন্দেহে সেল্ফ রেগুলেশন পদ্ধতিতে অপারেটরগুলো সেই সিম বন্ধ করে দেয়।
কমিশনের পক্ষ থেকে জানানো হয় টেলিটকের অবৈধ কল টার্মিনেশনে সম্পৃক্ততার বিষয়টি ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং টেলিযোগাযোগ বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, যে অপারেটরই অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, কমিশন জানার পরও যদি কোন অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তার দায় বিটিআরসিকেই নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ