Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ককটেল ফাটিয়ে ৫শ’ ভরিস্বর্ণালঙ্কার লুট

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : গতকাল শনিবার বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত জনাকীর্ণ গোল্ডেন স্টার’ মার্কেটের বড় স্বর্ণের দোকান আল হাসান জুয়েলার্সে  এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায়  ৫শ’ স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা লুট হয়েছে । ডাকাতিকালে গুলি ও ককটেলের আঘাতে দোকান মালিক গোলজার হোসেনসহ ৪ জন আহত হয়েছে। ঘটনার প্রায় ১ ঘন্টা পরে পুলিশ ডাকাত দলকে বহনকারী মাইক্রোবাসকে ধাওয়া ও গুলি করে ১ ডাকাতকে আটক করেছে বলে পুলিশ বলেছে। তবে আটককৃতদের নাম পুলিশ তাৎক্ষণিক ভাবে সাংবাদিকদের জানায়নি।
লুট হওয়া জুয়েলার্সের আহত মালিক গোলজার হোসেন ও প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে ক্রেতার ছদ্মবেশে সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি মাইক্রোবাস যোগে এসে দ্রুত মুখোশ পরে ককটেল ফাটিয়ে ও গুলি করে ত্রাস সৃষ্টি করে। হুড়মুড় করে আল হাসান জুয়েলার্সে ঢুঁকে প্রথমেই দোকানটির সিসি ক্যামেরা  সিস্টেম অকেজো  করে দেয়। এরপর এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ক্যাশ বাক্সে রাখা নগদ ৫ লাখ টাকা এবং আড়াই কোটি টাকা মূল্যের ৫শ’ ভরি স্বর্ণালঙ্কার বস্তায় ভরে মাইক্রোবাসে উঠেপড়ে। এরপর তারা ভীতসন্ত্রস্ত লোকজনের সামনেই মাইক্রোবাসে উঠে দ্রুত শহর থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার সময় গুলিতে আহত হন দোকান মালিক গোলজার হোসেন। ককটেলের আঘাতে আহত হন জাহাঙ্গীর আলম, জাকিউল হোসেন ও আনোয়ার আলী নামের ৩ ব্যক্তি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার এসপি আছাদুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, মাইক্রোবাস যোগে পলায়ন পর ডাকাতদের ধাওয়া করে গুলি করে পুলিশের একটি দল লুন্ঠিত মালামালসহ মাইক্রোবাস আটক করে। আহত ১ ডাকাতকে ও পুলিশ গ্রেফতার করেছে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতের নাম পরিচয় জানাতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ