Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরায়েলি হ্যাকার ফার্ম হ্যাকিংয়ের কবলে

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যে ইসরায়েলি প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তার জন্য ফোন হ্যাক করে থাকে, সেই প্রতিষ্ঠানটিই এবার হ্যাকিংয়ের শিকার হয়েছে। কেবল তাই নয়, এরইমধ্যে তাদের ৯০০ জিবি ডাটা ফাঁস হয়েছে। গ্রাহকদের উদ্দেশে দেয়া এক বিবৃতিতে হ্যাকের খবরটি নিশ্চিত করেছে সেলেব্রাইট নামের ওই প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, সন্দেহভাজনদের ফোন হ্যাক করার জন্য আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেকসময়ই সেলিব্রাইটের সহায়তা নিয়ে থাকে। আর যুক্তরাষ্ট্রে এ প্রতিষ্ঠানটিকে শীর্ষস্থানীয় ফরেনসিক তথ্য সরবরাহকারী বলে বিবেচনা করা হয়। দ্রুত একটি ফোন খুলতে এবং ডাটা সংগ্রহ করতে এর ইউএফইডি ডিভাইস ব্যবহার করা হয়। এবার সে প্রতিষ্ঠানটিই হ্যাকিংয়ের শিকার হলো।
হ্যাকের খবরটি নিশ্চিত করে সেলিব্রাইটের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘এখন পর্যন্ত এ ঘটনায় নির্দিষ্ট করে গ্রাহকদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে কিনা তা এখনো স্পষ্ট হওয়া যাযনি। তারপরও, মাই. সেলিব্রাই অ্যাকাউন্টধারীদের পরামর্ম দেয়া হচ্ছে- তারা যেন পূর্ব সতর্কতা হিসেবে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে নেন।’ এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানানো হয়। সূত্র: ফোর্বস




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ