Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটাকে বিশ্বের দরবারে তুলে ধরতেই বীচ কার্ণিভাল -রাশেদ খান মেনন

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কুয়াকাটাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য প্রথমবারের মত বীচ কার্ণিভাল-এর আয়োজন করা হয়েছে। এখন থেকে তা প্রতিবছরই আমরা করার চেষ্টা করব। বিপুল সম্ভবনার কুয়াকাটাকে বিশ্ব দরবারে তুরে ধরার লক্ষে এ পর্যটন কেন্দ্রটির জন্য সম্ভব সব কিছু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান। তবে এখনো কুয়াকাটার সী-বীচের অদুরে ভাঙন একটি অন্যতম সমস্যা বলে তিনি জানান। গতকাল বরিশাল সার্কিট হাউজের ভিআইপি লাউঞ্জে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে রাশেদ খান মেনন মতবিনিমকালে বক্তব্য রাখছিলেন। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর পাশাপশি বরিশালÑপটুয়াখালী মহাসড়কে লেবুখালী সেতুর নির্মাণ কাজ শেষ হলে কুয়াকাটা সারা দেশের অনেক কাছে চলে আসবে। ঢাকা থেকে সড়ক পথে এর দুরত্ব হবে মাত্র ২৬৫কিলোমিটার। ফলে এটি হবে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। আর এর উন্নয়নে খোদ প্রধানমন্ত্রীর আগ্রহী বলেও তিনি জানান।
পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বরিশালে একটি পর্যটন মোটেল নির্মাণের লক্ষে তার মন্ত্রণালয় কাজ করছে। কিন্তু প্রয়োজনীয় ও সুবিধাজনক জমি না পাওয়ায় প্রকল্পটির বাস্তবায়নে কাক্সিক্ষত অগ্রগতি হয়নি বলে জানিয়ে তিনি বলেন, জমির বিষয়টি নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী ও মন্ত্রণালয়েরে সাথে কথা চলছে। তিনি এ লক্ষ্যে বরিশালের গণমাধ্যম কর্মীদেরও সহায়তা কামনা করেন। পর্যটন মন্ত্রী বলেন, বরিশাল মহানগরীর অদুরে ঐতিহাসিক দূর্গাসাগরকে ঘিরেও আরেকটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। তবে খুব শীঘ্রই বরিশাল মহানগরীতে পর্যটন কর্পোরেশনের একটি তথ্য ও বুকিং অফিস চালু করার কথা জানান মন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ