Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির জুমার নামাজ আদায়

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ৩:০১ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে ১৬টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। জুমার দিন হওয়ায় সকাল থেকেই ইজতেমায় দলে দলে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষ। স্মরণকালের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত তুরাগ তীরে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সরেজমিনে গিয়ে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।

ইজতেমার মাঠ ও আশেপাশের এলাকায় মুসুল্লিরা বলেছেন, এতো বড় জামায়াতে জুমার নামাজ আদায়ের সুযোগ সহসা মেলে না। যত বড় জামায়াত তত বেশি সওয়াব এই বিশ্বাস আর আল্লাহর নৈকট্য লাভের আশায় দলে দলে মুসল্লিরা অংশ নিয়েছেন। জামায়াতের মূল মাঠ ছেড়ে তা আশেপাশের সড়কে বিস্তৃত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ