Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখছে

অনুমতি ছাড়াই জনসভার রিজভীর হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বারবার চেয়েও অনুমতি না পাওয়ায় আগামীতে পুলিশের অনুমোদন না পেলেও বিএনপির সমাবেশের ঘোষণাকে ‘রূপকথার রাজ্যের রঙিন খোয়াব’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, গত তিন বছরে যারা তিন মিনিটের জন্যও রাজপথে উত্তাপ সঞ্চার করতে পারেনি, তারা এখন রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে। এ ধরনের ‘খোয়াবে লাভ হবে না’ বলে বিএনপিকে সতর্ক করেন তিনি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত বুধবার বলেন, এবার কোনো স্বৈরাচারের কাছে অনুমতি নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে, কোনো পুলিশের অনুমতির জন্য আর অপেক্ষা করা হবে না।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত তিন বছরে সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। গত ২৬ বছরে যা হয়নি গত ৩ বছরে এর চেয়ে বেশি উন্নতি হয়েছে। এটা শেখ হাসিনা সরকারের অভাবনীয় সাফল্য। তবে আমরাও তো মানুষ, ফেরেস্তা নই। ব্যর্থতা তো থাকবেই।
নেতাকর্মীদের শীতবস্ত্র নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি সারা দেশে জেলা উপজেলার নেতাকর্মীদের এ নির্দেশ দিচ্ছেন। মানবতার পক্ষে দাঁড়াতে বলেছি। টাকা নয়, শীতবস্ত্র দিয়ে এসব দরিদ্র মানুষকে সহায়তা করুন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সহিদুল ইসলাম মিলন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি বায়জিদ আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ