পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুরে এক কলেজ শিক্ষককে গুলি করে হত্যা এবং শহরের স্টেশন এলাকায় সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষকের ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যাসহ বৃহস্পতিবার দুর্ঘটনায় চারটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশারফ হোসেন (৪০)-কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লালপুর-বাঘা সড়কের সীমান্তবর্তী বাদলিবাড়িতে (তিনখুটি) এলাকায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার সময় তিনি মোটর সাইকেলে করে নিজ গ্রাম রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহীর বাঘা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেছেন, হত্যার কারন এখনও জানা যায়নি। তবে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গুলি করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহরের পিটিআই এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র সাহা (৫০) বৃহস্পতিবার দুপুরে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। নাটোর রেল স্টেশনের মাষ্টার জমসেদ আলী জানান, ট্রেনটি এক নম্বর প্লাটফরম থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে যাওয়ার সময় ঐ শিক্ষক কাটা পড়েন। দুই সন্তানের জনক গোপাল চন্দ্র সাহা নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভুগোলের শিক্ষক হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন। সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া মাসুদ জানান, গত দেড় বছর ধরে দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলো গোপাল চন্দ্র সাহা। সম্প্রতি অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে ছুটি বাড়িয়ে নেওয়ার জন্য তার স্ত্রী স্কুলে ফোন করে ছুটি নেন। কিন্তু কিছুক্ষণ পরেই তার স্কুলে তার মারা যাওয়ার খবর আসে। তার আত্মহত্যার তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি। এদিকে জেলার নলডাঙ্গার মাধনগর মহিষমারী ব্রিজ এলাকায় রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হন এবং লালপুরের কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় অপর একজনের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।