Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহযোগীসহ প্রধান আসামি আশরাফুল ঢাকা থেকে গ্রেফতার

এমপি লিটন হত্যা মামলা

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলার প্রধান সন্দেহভাজনসহ দুইজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা  হলোÑ আশরাফুল ও তার সহযোগী জহিরুল ইসলাম। গত বুধবার রাতে র‌্যাব-১ এর একটি টিম বাড্ডা থেকে তাদের গ্রেফতার করে।
র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজী ইউনুসের ছেলে। আর জহিরুল হলো আশরাফুলের সহযোগী। তারা দুইজনই লিটনের বোনের দায়ের করা হত্যা মামলার আসামি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন মনজুরুল ইসলাম লিটন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে  নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
খুনিদের গ্রেফতার ও ফাঁসি দাবিতে মানববন্ধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার শত শত নারী-পুরুষ।
গতকাল (বৃহস্পতিবার) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট থেকে কালিতলা বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ২ ঘন্টা মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বাদশা, ফলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদার রহমান মন্ডল, জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডল, খামার মনিরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজু, ফলগাছা আরইউ দাখিল মাদরাসার সুপার মাওলানা এ কে এম ইউসুফ আলি, পূর্ব দেওডোবা নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম সোহরাব, যুবলীগ নেতা রেজাউল আলম রেজা, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবু নাসের মিরান, আ’লীগ নেতা জাহেদুল ইসলাম জাবেদ, আঃ খালেক গাফলাদার, জাকির হোসেন, শহীদ লিটন মঞ্চের সমন্বয়ক ফয়সাল সাদিকার আরিফ, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও নাদিম হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা এমপি লিটন হত্যাকা-ের দীর্ঘ ১৩ দিন অতিবাহিত হলেও প্রকৃত খুনী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে তাদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান। মানববন্ধনে রামদেব শেখ খবীর উদ্দিন মহাবিদ্যালয়, জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়, ফলগাছা উচ্চ বিদ্যালয়সহ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসি অংশ নেয়।  
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর এমপি লিটন দুর্বৃত্ত কর্তৃক নৃশংসভাবে খুন হবার পর পুলিশ, র‌্যাব, বিজিবি, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা খুনের প্রকৃত মোটিভ উদঘাটন ও খুনিদের গ্রেফতারে ময়িয়া হয়ে উঠলেও এখন পর্যন্ত প্রকৃত খুনিদের গ্রেফতার করতে পারেনি।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ