Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টার জলসাসহ সব ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করতে হবে -ইসলামী ঐক্যজোট

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ স্টার জলসাসহ সকল ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি জানিয়েছেন। তারা বলেন, ভারতসহ সকল প্রকার বিদেশি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের  যুবচরিত্র, পারিবারিক বন্ধন ও সামাজিক জীবন মহাধ্বংসের পথে ধাবমান। কুরুচিপূর্ণ ভারতীয় চ্যানেলগুলো পরকীয়া,  শ্যালিকা-দুলাভাইয়ের অবৈধ সম্পর্কসহ নানাবিধ অবৈধ সম্পর্ক, কুটনামী, লীভ টুগেদার ও বিবাহ বহিভূর্ত সন্তানকে গ্রহণযোগ্য করাসহ পশ্চিমা সমাজের সকল অপকর্মের ইন্ধন যুগিয়ে যাচ্ছে। তাই নবপ্রজন্মকে পর্ণোগ্রাফীর ক্ষতি ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য তারা সব ভারতীয় টিভি চ্যানেল ও পর্ণোসাইট অবিলম্বে করতে হবে। আল্লামা আতহার আলী (রহ.) মিলনায়তনে “সকল বিদেশি আগ্রাসন রুখে দাও” শীর্ষক আলোচনায় সভায় ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ এই দাবি করেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাও. আব্দুর রকিব অ্যাডভোকেট এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যাপক মাও. আবদুল করিম খান, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মাওলানা শওকত আমীন পীর সাহেব বি. বাড়ীয়া, মাও. আশরাফ আলী তাহেরপুরী, মাও. মোসাব্বির রহমান মোল্লা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ