Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলে ১০৮ জন দুস্থের মাঝে অনুদান ও ঋণ সহায়তা

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা ঃ টাঙ্গাইলে বিভিন্ন ইউনিয়নের ১০৮ জন হতদরিদ্র মানুষের মাঝে অনুদান ও ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান জানান, সমাজ সেবা অধিদপ্তরের অধীনে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ও বাঘিল ইউনিয়নের ২৬ জন দগ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে ৪৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। অপরদিকে একই উপজেলার ১২টি ইউনিয়নের ৮২জন দুস্থ, অসহায়, ভূমিহীন ও দরিদ্র মেধাবীদের মাঝে এককালীন অর্থ সহায়তা হিসেবে চার লাখ ৮৭ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ সুবিধাভোগীদের হাতে তুলে দেন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ