পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে উন্নয়ন মেলায় এলজিএসপি-২ প্রকল্পের বাস্তাবায়িত কার্যক্রম ব্যাপকভাবে পদর্শন করা হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে ৩ দিনব্যাপী শুরু হওয়ায় উন্নয়ন মেলার শেষ দিনেও ছিল উপচে পরা ভিড়। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এলজিএসপি-২ প্রকল্পের বাস্তাবায়িত কার্যক্রম প্রদর্শন ছাড়াও জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক বিভিন্ন স্টলের উন্নয়ন চিত্র প্রদর্শনী দেখে মনমুগ্ধ হয়েছে। সরকারের প্রকল্প এলজিএসপি -২ প্রকল্প থেকে জেলার ৫৩টি ইউনিয়নে ২০১১/১২ ও ২০১৫/১৬ অর্থ বছরে ৪১ কোটি, ৯ লক্ষ ৮ হাজার ৩০৭ টাকা বরাদ্দ প্রদান করা হয়। সেই সাথে ৪ হাজার ৫৮৯টি স্কিম বাস্তবায়ন করা হয় বলে জানান জেলার ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর অফিসার। উন্নয়ন মেলায় এলজিএসপি-২ প্রকল্পের বাস্তাবায়িত কার্যক্রম ব্যাপকভাবে প্রদর্শনে সহযোগিতা করেন জেলার উপ-পরিচালক স্থানীয় সরকার আব্দুল ওয়াহেদ (উপসচিব) ও এলজিএসপি-২ প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর কামরুল হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।