Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়েতে নিত্যদিনের যানজটে, যাত্রী ভোগান্তি চরমে কাগজপত্র দেখার নামে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


খলিল সিকদার, রূপগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) নামে দুটি মহাসড়কে এখন নিত্যদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। প্রায় প্রতিদিনই উভয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ার কারণে ঘণ্টার ঘণ্টা আটকা পড়েছে শত শত যানবাহন। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীসাধারণসহ বিভিন্ন মালবাহী যানবাহনের চালকরা।
কাগজপত্র দেখার নামে পরিবহন থেকে চাঁদা আদায়, অহেতুক যানবাহনে রেকার লাগানো, সড়কে বড় বড় গর্ত, ফুটপাত ও ভুলতা ফ্লাইওভারের নির্মাণ কাজের মালামাল আনা-নেয়ার কারণে এ যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় পরিবহন শ্রমিকদের। এছাড়া ফ্লাইওভার নির্মাণ কাজে সারা দিন-রাত ধূলাবালিতে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। ধুলাবালির কারণে স্থানীয় জনগণ দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে সোমবার-মঙ্গলবার বৃহত্তর গাউছিয়া পাইকারী কাপড়ের বাজার ও বৃহস্পতিবার গোলাকান্দাইল গরুর হাটের জন্য এখন প্রায় সময়ই ওই দুই মহাসড়কে যানজটের ভয়াবহতা বেড়ে যাচ্ছে।
পুলিশ জানায়, দুটি মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ রাখতে ট্রাফিক পুলিশের এক জন সার্জেন্টসহ তিনজন পুলিশ সদস্য ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একজন এসআইসহ তিনজন পুলিশ সদস্য দেয়া হয়েছে। আর এদের নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশের একজন ইন্সপেক্টর। অল্প কিছুসংখ্যক পুলিশ সদস্যর কারণে যানজট নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
তবে, অভিযোগ রয়েছে, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে গোলাকান্দাইল-কাঞ্চন, কুড়িল বিশ^রোড ও কালিগঞ্জ সড়কে লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন প্রাইভেটকার ও লেগুনা চলাচল করছে। আর ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর যানবাহন যোগে অতিরিক্ত ভাড়ায় চলাচল করছে যাত্রীসাধারণ। এসব লক্কর-ঝক্কর যানবাহনগুলো প্রায় সময়ই সড়কে বিকল হয়ে পড়ছে। এতে করে যানজট সৃষ্টি হয়ে যাচ্ছে। মাসিক মাসোহারার কারণে অনুমোদনবিহীন এসব যানবাহনে রেকার লাগানো হয় না।
ট্রাফিক ইন্সপেক্টর মাহাবুব আলম বলেন, কাগজপত্র দেখার নামে পরিবহন থেকে চাঁদা আদায় ও অহেতুক রেকার লাগানোর বিষয়টি সঠিক নয়। নিয়ম অনুযায়ীই পরিবহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়ে থাকে। এছাড়া যানজট নিরসন করতে সব সময় পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল হক বলেন, ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশও যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। তবে ট্রাফিক আইন না মেনে যানবাহনগুলো চলাচলের কারনে বেশিরভাগ যানজট সৃষ্টি হয়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ