পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যশোর ব্যুরো : যশোরে দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত রাসেল ওরফে রনি (২৫) চৌগাছা উপজেলার মাঠপাড়া এলাকার কুমর আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, বুধবার ভোররাতে যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় দু’দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
চৌগাছা থানার ওসি এম মশিউর রহমান নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত করে জানিয়েছেন, তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ অন্তত ৮টি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।