Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দুবাই না ছাই’ বিজ্ঞাপন প্রচারে ক্ষুব্ধ আরব আমিরাতের নাগরিকরা

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে ঃ ‘দুবাই না ছাই। দিনে গরম রাতে ঠা-া, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতেছে না। ইবা ল.... সরিষার তেল। গায়ে মেখে গোসল করবি। শরীর থাকবো ঠা-া। চরচরবি করব না’। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে একটি কোম্পানির সরিষার তেলের এমন প্রচারিত বিজ্ঞাপন নজরে পড়ে আরব আমিরাতের নাগরিকদের। এতে বাংলাদেশ ও প্রবাসীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন তারা।
সম্প্রতি দুবাইয়ে বাংলাদেশি একটি রেস্টুরেন্টে নাস্তা খেতে বসেছিলেন ক’জন আরব আমিরাতের নাগরিক। এমন সময় একটি বাংলা টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হচ্ছিল। ‘দুবাই না ছাই ...’। দুবাই নাম শুনতেই সামনে থাকা অপর বাংলাদেশিদের কাছে জানতে প্রশ্ন করেন। বুঝিয়ে বলতেই রাগান্বিত হয়ে বিরূপ মন্তব্য ছুড়ে দেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
এরপর রেস্টুরেন্টে থাকা বাংলাদেশীদের মধ্যে এ নিয়ে শুরু হয় নানা মন্তব্য। কেউ বলেন, দেশের স্বার্থ বিবেচনায় বিজ্ঞাপনদাতারা মার্জিত ভাষাও খুঁজে পাচ্ছেন না। কেউ বলেন, এমনেিতই দেশটিতে কতিপয় বাংলাদেশির অপরাধ কর্মকা-ে দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ধরে নতুন নিয়োগ ভিসা বন্ধ রয়েছে। যার খেসারত দিতে হচ্ছে এখন অন্য বাংলাদেশিদের। কেউ বলেন, দেশটিতে ১০ লক্ষাধিক বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। বিজ্ঞাপনটি তৈরির আগে সে বিবেচনাটি মাথায় রাখা উচিত ছিল। কেউ বলেন ‘দুবাই না ছাই’ নিছক ও তিরস্কারজনক এই শব্দটি পরিবর্তন করা উচিত। কারণ বন্ধ ভিসা খোলার ক্ষেত্রে এটিও অন্তরায়।
প্রবাসীরা আরো বলেন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৬ অনুযায়ী বিশ্বের সুখী দেশের তালিকায় সংযুক্ত আরব আমিরাত ২৮তম এবং আরব দেশগুলোর মধ্যে প্রথম। অথচ দুবাই তথা আরব আমিরাতকে নিয়ে ‘দুবাই না ছাই’ এমন তিরস্কার দুঃখজনক। তাই বিজ্ঞাপন থেকে এ ভাষা পরিবর্তন করা খুবই জরুরি বলে মনে করেন তারা।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার আরব আমিরাত। ২০১২ সালের আগস্ট থেকে দেশটিতে বাংলাদেশের নতুন শ্রমবাজার বন্ধ রয়েছে। এদিকে বন্ধ শ্রমবাজার খোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার, দূতাবাস ও কনস্যুলেট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ এমন একটি সময়ে এসে প্রচারিত বিজ্ঞাপনে নিছক ও অসম্মানজনক শব্দটি নজরে পড়ল আরব আমিরাতের নাগরিকদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ