পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট অবৈধ বলে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ের এ অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে ভ্যাট থেকে রেহাই দিয়ে একটি সার্কুলার জারি করতে নির্দেশ দেয়া হয়েছে। আদালতের এ আদেশ পালন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়টি লিখেছেন বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া। ২০১২ সালে সরকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৪ দশমিক ৫ শতাংশ করারোপ করে। ২০১৫ সালে তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়।
এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবিম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকরা ওই বছরের ১৬ সেপ্টেম্বর রিট করেন। রিটের শুনানি নিয়ে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট ভ্যাট আরোপ স্থগিত করে রুল জারি করেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ১২ ডিসেম্বর ওই রায় দেন হাইকোর্ট বেঞ্চ। রায়ে ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষ। গত ৩ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।