পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাটোরে ৫ অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ গ্রেফতার
ইনকিলাব ডেস্ক : গতকাল মঙ্গলবার র্যাবের পৃথক অভিযানে বান্দরবানে ১০টি অস্ত্র, নাটোরে শীর্ষ সন্ত্রাসী ও পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি অস্ত্র ও ১৮৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও আনসার সদস্যরা। সোমবার দিবাগত রাতে অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমদ এবং আনসারের মহাপরিচালক মিজানুর রহমান। মঙ্গলবার সকাল ১১টায় তুমব্রুর একটি অরণ্য থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর পর ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক বলেন, সোমবার রাতে উখিয়ার কুতুপালং এলাকা থেকে একটি পিস্তল ও একটি ওয়ান স্যুটার গান এবং গুলিসহ টেকনাফের আনসার ব্যারাকে হামলায় লুট হওয়া অস্ত্রের দুই হোতা, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক খায়রুল আমিন ও মাস্টার আবুল কালাম আজাদকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতেই নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী একটি পাহাড়ে সফল অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্রের মধ্যে আনসার ক্যাম্প থেকে লুট হওয়া পাঁচটি অস্ত্র রয়েছে।
তিনি আরো বলেন, আনসার ক্যাম্প থেকে লুট হওয়া বাকি অস্ত্র উদ্ধারে নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকায় আরো দুইদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে। এ জন্য র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা পাহাড়ি অঞ্চলের গভীর অরণ্যে সম্ভাব্য দু’টি পাহাড় ঘিরে রেখেছে। প্রেস ব্রিফিংয়ে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, সাংবাদিক ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১৩ মে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাকে সশস্ত্র হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যারাকের দায়িত্বরত আনসার কমান্ডার। হামলাকারীরা লুট করে নিয়ে যায় ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি। এ ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
নাটোর জেলা সংবাদদাতা জানান,
নাটোরের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী পাঁচজনকে ছয়টি আগ্নেয়াস্ত্র, ৯টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের মল্লিকহাটি এলাকার অস্ত্র ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়ি থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে নাটোর র্যাব-৫ এর সিপিসি-২ অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে অস্ত্রসহ আটককৃতদের হাজির করা হয়। র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর অফিসের কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মল্লিকহাটি এলাকার একটি চায়ের দোকান থেকে জেম, প্রিন্স ও সজিবকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে একই এলাকার রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, দু’টি শুটার গান, ১৬ রাউন্ড গুলি, ৯টি ম্যাগজিন ও সাতটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। পরে অস্ত্র রাখার অভিযোগে বাড়ির মালিক রবিউলকে এবং অস্ত্র গোপন করার অভিযোগে তার স্ত্রী নাজমা বেগমকে আটক করা হয়। আটক জেমের বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় হত্যা প্রচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজিসহ ৯টি, প্রিন্সের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ ১১টি ও সজিবের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে বলে জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।