Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ হচ্ছে কুলিয়ারচরে বিশে^র সবচেয়ে বড় ব্যবহারিক বিজ্ঞান ক্লাস

গিনেস বুকে বাংলাদেশ

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুলিয়ারচর, (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আজ বাংলাদেশে হচ্ছে বিশে^র সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস। স্বপ্নটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। এর আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ব্রিসবেন, কুইন্সল্যান্ডে গত ১৬ আগস্ট, ২০১৬ তে ২ হাজার ৯শত ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক ক্লাস। মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে বাংলাদেশে হতে যাচ্ছে ৩ হাজার ২শত এর অধিক শিক্ষার্থী নিয়ে বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস। তবে এটি রাজধানী বা কোন বিভাগীয় শহরে নয়, বৃহৎ কোন প্রতিষ্ঠানের আয়োজনে নয়, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক থানার মাঠে আজ এ বিশাল আয়োজন।
রিসোর্স পার্সন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ড.জাফর ইকবাল ৩ হাজার ২শত-এর অধিক শিক্ষার্থীকে ৩০ জন শিক্ষক ও স্থানীয় স্কুল-কলেজের বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ৮০ জন শিক্ষকের সহায়তায় ২১টি এলইডি মনিটর সিস্টেমে সরাসরি পাঠদান করবেন।  ৩২শ’ ছাত্র-ছাত্রীকে ১৬শ’ টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে শিক্ষার্থী হবে ২ জন। বেঞ্চের সংখ্যা হবে ৮শ’ । প্রতি বেঞ্চে বসবে ৪ জন শিক্ষার্থী। ২৪৬ফুট দৈর্ঘ্য ও ১৭২ ফুট প্রস্থের ১০ ফুট উচ্চতা সম্পন্ন একটি সাদা কাপড়ের প্যান্ডেলে এই ক্লাসের ব্যবস্থা সম্পন্ন হয়েছে।
উপজেলার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানটি ২টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে ১১.০০-১২.৩০ পর্যন্ত ব্যবহারিক ক্লাস।
দ্বিতীয় পর্বে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুন্ইাদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুলিয়ারচর-ভৈরব-এর এমপি ও বিসিবি সভাপতি আলহাজ¦ মোঃ নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলাম মোহাম্মদ ভুইয়া, পৌর মেয়র ও উপজেলা আ.লীগ সভাপতি ইমতিয়াজ বিন-মুছা (জিসান)।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.উর্মি বিনতে সালাম জানান, গিনেস বুকে এই প্রক্রিয়াটিতে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির বিষয়টির ই-মেইলের আবেদন গত ১৪ নভেম্বর ২০১৬ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটিতে গৃহীত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ