পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এসব গাছ কাটার পর তিতাসকে দ্বিগুণ গাছ রোপণ করতে হবে। অর্থাৎ আরো ২৬ হাজার গাছ রোপণ করতে হবে তিতাসকে। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৩ কিলোমিটার এই গ্যাস পাইপলাইন স্থাপনে ৪ হাজার ১১টি বড় গাছ ও ৯ হাজার ৩৪৫টি ছোট গাছ কাটা পড়বে। অবশ্য এর ক্ষতিপূরণ হিসেবে তিতাস গ্যাস কর্তিত গাছের দ্বিগুণ সংখ্যক গাছ রোপণ করে দেবে।
জাতীয় স্বার্থে গাছ কাটার এই সিদ্ধান্ত নেয়া হলেও তিতাসকে এর দ্বিগুণ পরিমাণ গাছ লাগাতে মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
শফিউল আলম বলেন, ২০২২ সাল পর্যন্ত এ ধরনের গাছ কাটায় নিষেধাজ্ঞা থাকায় অনুমোদনের জন্য এটা মন্ত্রিসভায় আনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাছ কাটা এড়িয়ে এই লাইন স্থাপন সম্ভব না।
গাছ লাগানোর শর্তে বিভিন্ন সংস্থা গাছ কাটার অনুমতি নিলেও পরে তা পূরণ করে নাÑ এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মন্ত্রণালয় সেটা দেখে।
আনসারদের চাকরি স্থায়ীকরণে আইনের খসড়ায় অনুমোদন
আনসার ব্যাটালিয়ন সদস্যদের চাকরি স্থায়ীকরণের (কনফার্ম) লক্ষ্যে এ সম্পর্কিত আনসার ব্যাটালিয়ন (সংশোধনী) ২০১৬ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফকালে সাংবাদিকদের বলেন, ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন-২০১৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আইনটি পাস হলে ৬ বছর দায়িত্ব পালনের পর এই আধা পুলিশের (প্যারা পুলিশ) একজন সদস্যের চাকরি স্থায়ী হবে। আগে এর মেয়াদ ছিল ৯ বছর। অর্থাৎ ৬ বছর সংযুক্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করলে একজন আনসার সদস্যের চাকরি স্থায়ীকরণের বিবেচনায় আসবে।
বৈঠকের শুরুতে সাবেক আইসিটি মন্ত্রী ও সরকারি আমলা মোস্তফা ফারুক মোহাম্মদের মৃত্যুতে এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে পুরনো নাম ইন্দুরকানি পুনর্বহাল
পনের বছর পর আবার বদলালো পিরোজপুর জেলার ‘জিয়ানগর’ উপজেলার নাম। তার জায়গায় ফিরল পুরনো নাম ‘ইন্দুরকানি’।
সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন পায়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ওই এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলাটির নাম জিয়ানগর করার পর থানার নাম ইন্দুরকানি রয়ে যায়। এ কারণে সমস্যা হচ্ছিল। পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ১২৮.৬৭ বর্গকিলোমিটার জায়গা নিয়ে ১৯৭৬ সালে ইন্দুরকানি থানা গঠিত হয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০২ সালের ২১ এপ্রিল জিয়াউর রহমানের নাম অনুসারে ইন্দুরকানির নামকরণ হয় জিয়ানগর উপজেলা।
নতুন উপজেলা লালমাই, দোহাজারী হলো পৌরসভা
নিকার সভায় কুমিল্লা জেলার ৯টি ইউনিয়ন নিয়ে লালমাই নামে একটি নতুন উপজেলা এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীকে পৌরসভা করার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব জানান, কুমিল্লা সদরের আটটি এবং লাকসামের একটি ইউনিয়ন নিয়ে লালমাই উপজেলা হবে। দেশের ৪৯১তম এই উপজেলার জনসংখ্যা দুই লাখ দুই হাজার ৩২ জন। আয়তন ১৪৭ দশমিক শূন্য তিন বর্গকিলোমিটার। লালমাইয়ের উপজেলা সদরদপ্তর হবে জয়নগরে।
চন্দনাইশের দোহাজারী ইউনিয়ন সদরের জনসংখ্যা এখন ৫৬ হাজার ৭৩৩ জন। আর মোট জমির ৭৬ শতাংশ অকৃষি। সেই বিবেচনায় সরকার দোহাজারীকে পৌরসভা হওয়ার যোগ্য বলে মনে করছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।