পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেট অফিস : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যেভাবে রদবদল এসেছে, কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদেও সেভাবে রদবদল হবে।
গতকাল সোমবার সিলেটের লাক্কাতুরা চা বাগানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে চায়ের উৎপাদন ভালো হয়েছে। এ উৎপাদন যদি সাসটেইনেবল হয়, তবে চা আমদানি বন্ধ করা হবে। এর আগে লাক্কাতুরা চা বাগান গলফ মাঠে গতকাল দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরি পরিষদ অর্থমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চা বাগানের শ্রমিকরাও আমাদের দেশের নাগরিক। তাদের সুখে-দুঃখে পাশে থাকা উচিত। সরকার তাদের দুঃখ-কষ্ট দূর করার চেষ্টা করছে।
অর্থমন্ত্রী বলেন, গত ৮ বছরে দেশে যতো গরীব ছিল, তাদের সংখ্যা ৩৩ শতাংশ থেকে আমরা সাড়ে ২২ শতাংশে নামিয়ে আনতে পেরেছি। দেশে সামাজিক উন্নয়নমূলক কর্মকা-ের মূল উদ্দেশ্য হচ্ছে, যারা সমাজে বঞ্চিত ও যারা সমাজে সুযোগ পায় না, তাদেরকে সুযোগ করে দেওয়া।
লাক্কাতুরা চা বাগানে সম্প্রতি উচ্চ বিদ্যালয় স্থাপন সর্ম্পকে অর্থমন্ত্রী বলেন, এতদিন এই এলাকার শিশু-কিশোররা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। তাই আমি শিক্ষামন্ত্রণালয়ে অনুরোধ করেছি, যাতে চা শ্রমিকদের বাচ্চাদের ২৫ শতাংশের বেশি আসন দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরি পরিষদের সভাপতি রাজু গোয়ালা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।