পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : ইরাকের বাগদাদে এক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন লোক নিহত হয়েছেন।
এটিকে একটি আত্মঘাতী হামলা বলেই সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণে অন্তত ৫০ জন লোক আহত হয়। রাজধানীর প্রধান সবজি বাজারের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাগদাদের সদর সিটির প্রধানতঃ শিয়া-অধ্যুষিত এলাকা জামিলাতে এই বাজারটি অবস্থিত। ইসলামিক স্টেট গোষ্ঠী বলছে, তারাই এই আক্রমণ চালিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, গাড়িটির গতিবিধি দেখে একজন নিরাপত্তা রক্ষীর সন্দেহ হলে সে গুলি করে এবং তখনই গাড়ির চালক বিস্ফোরণ ঘটায়।
ইসলামিক স্টেটের দখলে থাকা ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে গোষ্ঠীটিকে উৎখাত করার জন্য সরকার বেশ কয়েক মাস আগেই এক বড় অভিযান শুরু করেছে।
তার পর থেকেই আইএস ইরাকের বিভিন্ন জায়গায়- বিশেষত বাগদাদে- আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে শিয়ারা এসব আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে। কয়েকদিন আগেই একটি হামলায় ৩৫ জন লোক নিহত হয়। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।