Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যার ঘটনায় উপজেলা জামাতের আমির সাইফুল গ্রেফতার

লাগাতার আন্দোলনের জন্য তৈরি হলো শহীদ মঞ্চ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা ও সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার ৬ জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল হাসান ইউসুফ শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জামায়াতের অর্থ যোগানদাতা হাজী মো. ফরিদ মিয়া (৭৫), নিচপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সামিউল জামায়াতকর্মী ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের একরামুল হোসেনের ছেলে হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের রোস্তম আলীর ছেলে জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের আবদুল করিমের ছেলে শিবীরকর্মী হজরত আলী (৪৪) এবং পূর্ব শিবরাম গ্রামের সাবু খন্দকারের ছেলে নবিনুর খন্দকার (৪৫)।
এরআগে, লিটন হত্যাকা-ে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিকেলে ৬ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান। এমপি লিটনের আইনজীবী মো. আবদুল হালিম এ তথ্য জানান।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক গ্রেফতার : লিটন হত্যার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে রোববার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক জাতীয় পার্টি ও বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবীব মাসুদ ও ওই উপজেলার পূর্ব অঞ্চলের উপজেলা জামায়াতের আমির শ্রীপুর ইউনিয়নের চেংমারি হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মন্ডলকে রোববার গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, আহসান হাবীব মাসুদ ইতোপূর্বে জাসদের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তীতে সে জাতীয় পার্টিতে যোগ দেয় এবং উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে যোগদান করে বলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কবির মুকুল জানান। তবে সে সুন্দরগঞ্জের এমপি লিটন বিরোধী আওয়ামী লীগ দলের একজন সক্রিয় নেতা। তদুপরি দীর্ঘদিন থেকে জামায়াতের শীর্ষ নেতাদের সাথে তার ঘনিষ্ট যোগাযোগ ছিল বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। এমনকি বিগত জেলা পরিষদ নির্বাচনে তাকে জামায়াত নেতাদের সাথে সম্পৃক্ত হয়ে একজন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাতেও দেখা গেছে। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে পুলিশ ধারণা করছে এই হত্যাকা-ের সাথে তার সংশ্লিষ্টতা থাকতেও পারে। এজন্য আদালতে হাজির করে তার রিমান্ডের আবেদনও করা হবে বলে জানা গেছে।
বামনডাঙ্গায় মানববন্ধন ও ১০ জানুয়ারির মধ্যে খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম : এমপি লিটন হত্যার প্রতিবাদে রোববার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় প্রায় দেড় কিলোমিটার সড়ক জুড়ে এক বিশাল মানববন্ধনের কর্মসূচি পালিত হয়। বামনডাঙ্গা ফুটবল ও ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিটি এক বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়। এই এলাকার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বামনডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমেস উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, সাংবাদিক হাবিবুর রহমান হবিসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামরুল হাসান কাজল, মুশফিকুল হাসান পিয়াল, মাহবুবার রহমান খান, ফয়সাল শাকিদার আরিফ, আশিকুর রহমান শাওন, আরিফুল ইসলাম রাশেদ প্রমুখ।
সমাবেশে বিক্ষুব্ধ বক্তারা ১০ জানুয়ারির মধ্যে এমপি লিটন হত্যার খুনিদের গ্রেফতারের দাবি জানায়। অন্যথায় সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধসহ লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রতিটি  ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে লাগাতার কালোপতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণের কর্মসূচি পালিত হবে।
লিটন হত্যার বিচারের দাবিতে লাগাতার আন্দোলনে প্রতিষ্ঠিত হলো শহীদ লিটন মঞ্চ : সুন্দরগঞ্জে এমপি লিটনের এই মর্মান্তিক হত্যাকা- স্বাধীনতার স্বপক্ষের মানুষসহ সর্বস্তরের মানুষকে ব্যাপক নাড়া দিয়েছে। তদুপরি এক সপ্তাহের অধিক কাল অতিক্রান্ত হলেও চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদঘাটন বা হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় বিশেষ করে তরুণ সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সেজন্য লাগাতার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে সর্বস্তরের মানুষের সমন্বয়ে বামনডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রোববার প্রতিষ্ঠিত হলো শহীদ লিটন মঞ্চ। এই মঞ্চেই প্রতিদিন প্রতিবাদ সমাবেশসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ