পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু ২৯ বছর বয়সে মন্ত্রী করে পলিটিক্যাল সেক্রেটারির দায়িত্ব দিয়ে পাশে রেখেছিলেন। তার সাথে দেশে-বিদেশে সফর করেছি। তার কাছে শুনেছি, পাকিস্তান প্রতিষ্ঠা করার পর উপলব্দি করতে পেরেছি যে, পাকিস্থান বাঙালিদের জন্য হয়নি। একদিন বাংলার ভাগ্য নিয়ন্ত্রণকর্তা বাঙালিদেরই হতে হবে।
সেই লক্ষ্য সামনে রেখেই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছি। এই নবাবগঞ্জের কৃতি সন্তান মো: ওয়াসেক তিনি ছিলেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। বঙ্গবন্ধুর আত্মজীবনিতে তার নাম লেখা আছে। বঙ্গবন্ধু তার জীবনের যৌবনকাল কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। এই নেতাকে কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভুষিত করা হলো। বাংলার জনগণ ভালোবেসেই এই উপাধি তাকে দিয়েছিলেন। কারণ সত্যিকার অর্থে তিনি বাংলার বন্ধু ছিলেন। মন্ত্রী গতকাল রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জে বক্সনগর উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তিনি তা করতে পারেননি। তবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার দিকে নিয়ে যাচ্ছেন। পাকিস্তান থেকে আমরা অনেক এগিয়ে আছি। ১৯৭২ সালে আমাদের বৈদেশিক আয় ছিল মাত্র কয়েকশ’ কোটি টাকা । এখন তা দাঁড়িয়েছে ৩৪ বিলিয়ন ডলারে। আমাদের বর্তমানে রিজার্ভ ফান্ডে রয়েছে ৫০০ বিলিয়ন ডলার। রেমিট্যান্স রয়েছে ১৫ বিলিয়ন ডলার। খালেদা জিয়া দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছেন। ২০১৪ সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছিল। আমাদের সরকারের পতন ঘটানোর জন্য ৯৩ দিন হরতাল করা হয়েছিল। ১৪ জন পুলিশ হত্যা করা হয়, কিন্তু শেখ হাসিনার সরকারের কোনো পতন ঘটাতে পারেনি তারা। শেখ হাসিনার সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে এবং বাকিরা বিচারের অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনার সরকারের সময় দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। দেশের টাকায় আজ পদ্মা সেতু, পায়রা বন্দর নির্মিত হচ্ছে। বক্সনগর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও আওয়ামী লীগ নেতা পনিরুজ্জামান তরুণ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক গণপরিষদ সদস্য আবু মো: সুবেদ আলী টিপু, বাংলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খান প্রমুখ। এর আগে তিনি বক্সনগর এলাকায় স্বাধীনতা যুদ্ধে শহীদ সৈয়দ হোসেনের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।