Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৬.৩১ শতাংশ বেড়েছ জনশক্তি রফতানি : প্রবাসী কল্যাণ মন্ত্রী

২০১৭ সালে ৮ লক্ষাধিক কর্মসংস্থান হবে

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৩৬ দশমিক ৩১ শতাংশ বেশি কর্মী চাকরি লাভ করেছে। ২০১৬ সালে বিদেশে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। চলতি বছর বিভিন্ন দেশে ৮ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থান হবে।  প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, গত বছর ওমানে সর্বোচ্চ সংখ্যক ১ লাখ ৮৮ হাজার ২৪৭ জন কর্মী গেছে। একই বছর সউদী আরবে গেছে ১ লাখ ৪৩ হাজার ৯১৩ জন কর্মী। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেট বলতে কিছু নেই; যারাই মালয়েশিয়া থেকে কর্মী নিয়োগের চাহিদা আনতে পারবে তাদের কর্মী প্রেরণের সুযোগ দিতে আমরা প্রস্তুত রয়েছি। এছাড়া রাশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণে নিরলসভাবে চেষ্টা চালানো হচ্ছে। গতকাল রোববার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একথা বলেন। এসময় জনশক্তি রফতানির ওপর প্রেজেনটেশন উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন্নাহার, বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি: (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে প্রবাসী মন্ত্রী বলেন, ২০১৬ সালে যে কোনো বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। যার পরিমাণ মোট এক লাখ ১৮ হাজার ৮৮ জন। ২০১৫ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৩ হাজার ৭১৮ জন। অর্থাৎ গত বছরের তুলনায় নারী কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৩.৮৫ শতাংশ। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সউদী আরব থেকে ২ হাজার ৯৮৯ মিলিয়ন মার্কিন ডলার। তারপরই এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ২ হাজার ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার। জেলাভিত্তিক বৈদেশিক কর্মসংস্থান বিশ্লেষণ করে দেখা যায় যে, কুমিল্লা জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক (৮৬ হাজার ৩৫২ জন) কর্মী বিদেশে গমন করেছে, দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা (৪৫ হাজার ৭৮০ জন কর্মী)।
মন্ত্রী আরো বলেন, আমরা সবসময় দক্ষ কর্মী তৈরি ও প্রেরণের দিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে আসছি। ২০১৬ সালে ৬টি আইএমটি ও ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ মোট ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যম ৩ লাখ ৭ হাজার ৮৪৯ জন কর্মীকে দেশে ও বিদেশে কর্মসংস্থান লাভের উদ্দেশ্যে ৪৮টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের শতভাগ বীমার আওতায় আনাসহ প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য আবাসিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রবাসী কর্মী ও তাদের পরিবার-পরিজনের সুচিকিৎসার জন্য হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে। প্রবাসী কর্মী ও তাদের পরিবারের জীবনমানের উন্নয়ন ও বহুমুখী কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রবাসী কল্যাণ বোর্ড আইন ২০১৭’ প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ