Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা নিয়ে এল র‌্যাংকসটেল

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা নিয়ে পুনরায় যাত্রা শুরু করল বেসরকারি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটর র‌্যাংকসটেল। ভয়েসের পাশাপাশি একহাজার এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) স্পিডের  ডাটা সেবা গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন।
গতকাল (রোববার) রাজধানীর একটি অভিজাত হোটেলে  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম র‌্যাংকসটেলের লাস্ট মাইল কানেকটিভেটির মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট সেবা উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরাম আহমেদ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন র‌্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং র‌্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আশিকুর রহমান।
এ সময় তারানা হালিম বলেন, র‌্যাংকসটেল নতুন লোগো, নতুন উদ্যোগে, নতুনভাবে ঢেলে সাজানোর প্রত্যয়ে যাত্রা শুরু করেছে। র‌্যাংকসটেলের দ্রুততম ইন্টারনেটের সেবা শুধু করপোরেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে হবে। একজন গ্রাহক যিনি কোয়ালিটি সেবা পান সেটা ডাক ও টেলিকম বিভাগের সফলতা, সরকারের সফলতা। আমরা চাই সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে।
ইমরান আহমেদ এমপি বলেন, ‘আমরা সাইবার স্পেসের সিকিউরিটি নিশ্চিত করতে সব ধরণের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি দ্রুত গতির ইন্টারনেট সেবা দেশের উন্নয়নে এবং অর্থনীতির অগ্রগতিতে বড় রকমের ভূমিকা রাখবে।’
ড. শাহজাহান মাহমুদ বলেন,‘বিটিআরসি রেগুলেটর হিসাবে নয়, টেলিকম শিল্প উদ্যোক্তাদের ফ্যাসিলেটেটর হিসাবে কাজ করতে চাই। আমরা চাই দেশীয় উদ্যোক্তারা এগিয়ে আসুন এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত।’
রোমো রউফ চৌধুরী বলেন, ‘আমরা দেশের টেলিযোগাযোগ শিল্পে স্থানীয় মেধা ও বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় করে নতুন নতুন পরিসেবা চালু করেছি। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের কানেক্ট করছি, যেন গ্রাহকরা আমাদের সেবায় সন্তুষ্ট থাকেন।
এস এম আশিকুর রহমান বলেন, ‘আমরা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু করলাম। এ সেবা আপাতত করপোরেটের গ্রাহকরা পাবেন। তবে দুই থেকে তিন মাসের মধ্যে আমরা এটি সাধারণ গ্রাহকদের জন্যও উন্মুক্ত করব। ভয়েস, ডাটা ও ডিভাইস কানেক্টিভিটির দিক থেকে নতুন নতুন ফিচার-সমৃদ্ধ সেবা নিয়ে আমরা গ্রাহকের কাছে পৌঁছাতে চাই।’ অনুষ্ঠানে র‌্যাংকসটেলের পথচলার উপর একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। ফাস্টেস্ট ইন্টরনেটের লাইভ ডেমো এবং এক্সপেরিয়েন্স বুথ থেকে আমন্ত্রিত অতিথিরা সেবাটি সম্পর্কে ধারণা নেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ