পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : গত বছর (২০১৬) সারাদেশে অন্ততঃ ১ হাজার ৫০ জন নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন। এর মধ্যে ১৬৬ জন নারী গণশ্লীলতাহানির শিকার হয়েছেন। গতকাল রোববার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ এ তথ্য তুলে ধরা হয়।
রাজধানীর সেগুনবাগিচায় পরিষদের কার্যালয়ে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে পরিষদের নেত্রীরা ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত বছর ধর্ষণ করার পর ৪৪ জন নারীকে হত্যা করা হয়েছে। ১৬৬ জনকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ নারীদের জন্য সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সম্মেলনে তারা আরো জানান, গত বছর ১২০ জন নারী যৌন হেনস্তার শিকার হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।