Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির সমাবেশে অনুমতির বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর -স্বাস্থ্যমন্ত্রী নাসিম

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সমাবেশের অনুমতি বিষয়টি সম্পূর্ণ আইন-শৃঙ্খলা বাহিনীর। এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই।
শনিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্যোগে ‘উইন্টার রান এন্ড কানির্ভাল’ দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, বিএনপি যেকোন কর্মসূচী পালন করলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি নিতে হবে। এখানে সরকারের কোন কিছু করার নেই। আইন-শৃঙ্খলা বাহিনী কর্মসূচীর অনুমতি দিলে তারা করতে পারে। না দিলে করতে পারবে না।
এরআগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ বিশ্বমানের হাসপাতাল। এখানে দরিদ্র রোগীদের জন্য বিনাখরচে চিকিৎসা সেবা দেয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপ-মন্ত্রী জাহিদ মালিক স্বপন, বাংলাদেশে নিযুক্ত মালোশিয়ার রাষ্ট্রদূত নুর আশিকিন মোহা. তাইব, শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এইচ মিল্লাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নিপসমের মহাপরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ, সাভারের সাংসদ ডা. এনামুর রহমান প্রমুখ।
এ প্রতিযোগিতাটি সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
সাভারের জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে দৌড় ও ট্রেজার হ্যান্ড প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় ১.২ কিলোমিটার দৌড়ের জন্য ১৭০ জন ও ট্রেজার হ্যান্ডের জন্য ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১৯ জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হয়।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করে স্বাস্থ্য মন্ত্রী।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৮ জানুয়ারি, ২০১৭, ১০:৫৫ এএম says : 0
    মন্ত্রী নাসিমের সাথে আমি একমত সভা সমাবেশ করার অনুমতি দিবে পুলিশ। কাজেই পুলিশকে বুঝতে হবে সমাবেশ করার পরিবেশ আছে কিনা বা কোন দাঙ্গা হাঙ্গামার সম্ভবনা আছে কিনা এসব দিকে নিশ্চিন্তিত হয়েই পুলিশ আনুমতি দিবে। কাজেই এখনে পুলিশকে কোন ভাবেই চাপ দেয়া ঠিক হবে না। আল্লাহ্‌ আমাদের দেশের দুই ধারার দুইদলকে এক ধারায় আনার (মানে বাঙ্গালী জাতীয়তা বোধ) জন্য আমার দোয়া। আমীন
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ৮ জানুয়ারি, ২০১৭, ১:০৫ পিএম says : 0
    Excuse me honorable minister,police is under home minister the minister is under aowamilig administration, that is why AL & its umbrella wing for them every thing is allowed but when largest opposition wants permission they can not avail.even AL & its other wings they use to fight each other with fire arms no problem its peaceful. Only problem is opposition...Is this your ........ democracy?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ