Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পিকআপ ভ্যান চাপায় গৃহবধূ নিহত স্বামী আহত

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন রাইদা আক্তার (২৭) নামে এক নববধূ। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল আরোহী আল-আমিন। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও মেডিক্যাল সূত্র জানিয়েছে, নিহত রাইদার বাবার নাম আবুল খায়ের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাবার কাছেই থাকতো রাইদা। মাত্র ৮ দিন আগে আল-আমিন নামে এক যুবকের সাথে রাইদার বিয়ে হয়। গতকাল বেলা ১২টার দিকে আল-আমিন নববধূকে নিয়ে সিদ্ধিরঞ্জ থেকে মোটরসাইকেলে কচুক্ষেতের নিজের বাড়িতে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ীর রায়েরবাগ হাসেম রোড এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেল চাপা দেয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে রাইদার মৃত্যু হয়। আহত আল-আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। আল-আমিন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি মসজিদে ইমামতি করেন। তার ও নববধূর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার একই এলাকায়। এ ব্যাপারে যাত্রাবাড়ি থানার এসআই আউয়াল বলেন, ঘটনায় দায়ী পিকআপকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ