Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গণতন্ত্র ও স্বাভাবিক রাজনীতিহীনতার কারণে দেশে এখন চরম ক্রান্তিকাল চলছে -আমিরাতে গণতন্ত্র হত্যা দিবসের আলোচনায় বিএনপি নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : স্বাধীনতা ‘অর্জনের চেয়ে গণতন্ত্র রক্ষা করা কঠিন’ উল্লেখ করে আরব আমিরাত বিএনপি নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও স্বাভাবিক রাজনীতিহীনতার কারণে দেশে এখন চরম ক্রান্তিকাল চলছে। এই সংকট সমাধানে এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা। গত বৃহস্পতিবার রাতে দুবাইস্থ ল্যান্ডমার্ক হোটেলের হলরুমে সংযুক্ত আরব আমিরাত বিএনপি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত গণতন্ত্র হত্যা দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এটিএম জাহিদ চৌধুরী, সহ-সভাপতি ও দুবাই বিএনপির সাবেক সভাপতি নূরুল আলম (আলম), সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, সহ-সভাপতি ও আবুধাবী বিএনপির সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি ও আরব আমিরাত জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী শাহনেওয়াজ ফিরোজ কায়সার, যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহি আলম, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী মাহি আলম, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, দুবাই বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রফিক, সিরাজুল ইসলাম ও ডা. জসিমউদ্দিন প্রমুখ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ