Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আলেম সমাজকে হাছান মাহমুদ- জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের জঙ্গি ও সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে দাবি করে আলেম সমাজকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়াই জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাই শুধু ইসলামের নামধারী জঙ্গিদেরকেই প্রতিহত করলে চলবে না, তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেয় তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে জঙ্গি-সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে সচেতনতায় আলেম সমাজের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। জঙ্গি দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যে সকল জঙ্গি মারা গিয়েছিলো তাদের পিতা-মাতা এমনকি আত্মীয়-স্বজন পর্যন্ত তাদের লাশ দেখতে যায়নি কিন্তু খালেদা জিয়া, মির্জা ফখরুলরা তাদের জন্য মায়া কান্না কেঁদেছে।
প্রতি শুক্রবার জুমার নামাজের আগে ও ওয়াজের মাহফিলে ইসলামের সত্যিকার মর্মবাণী মানুষের কাছে তুলে ধরতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের নেতা। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ দেশে কোনো তরবারি কিংবা সন্ত্রাস সৃষ্টি করে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। দেশের ভাবমর্যাদা নষ্ট করার পাশাপাশি ইসলামকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্তে লিপ্ত জঙ্গিরা। তারা সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের মুসলমানদের ওপর যে নির্যাতন শুরু হয়েছে তার জন্য এসব জঙ্গি সংগঠনই দায়ী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্র্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির মহাসচিব মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী, মো. শাহীন খান, মুফতি হারিসুল হক হোসাইনী, মাওলানা জয়নুল আবেদিন, মুফতি কামাল উদ্দিন জাহানপুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ