Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুন লাগার ঘটনার সাথে সরকার জড়িত -রিজভী

উদ্দেশ্য ডিএনসিসি মার্কেটটি আত্মসাৎ করা

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিএনসিসি মার্কেট আত্মসাৎ করার জন্য আগুন লাগার ঘটনা একটি পরিকল্পিত নাশকতা। সরকার এই ঘটনার সাথে জড়িত। ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের লোক দেখানো তদন্ত কমিটিও ইতোমধ্যে প্রত্যাখান করেছেন। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুলশানের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ে মার্কেটটি সম্পূর্ণরুপে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শত শত দোকান মালিক ও ব্যবসায়ী তাদের কোটি কোটি টাকার ব্যবসা হারিয়ে এখন নি:স্ব হয়ে পথে বসেছেন।
বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রতি আন্তরিকভাবে সহানুভূতি প্রকাশ করার পাশাপাশি অবিলম্বে আগুন লাগার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠুতদন্ত দাবি করা হয়েছে।
রিজভী বলেন, ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীসহ সকল মহলের দাবিকে পাশ কাটিয়ে এবং কোনো প্রকার তদন্তের পূর্বেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বললেন- আগুন লাগার ঘটনা নাশকতা নয়, এটি একটি দুর্ঘটনা, পরে তিনি এই বক্তব্য প্রত্যাহার করে নেন। কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলেই প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের দলীয় কর্মকর্তারা উদ্ভট আগাম মন্তব্য করে ঘটনা বা দুর্ঘটনার সুষ্ঠু তদন্তকে বাধাগ্রস্ত করতে প্রভাব বিস্তারকে একটি রেওয়াজে পরিণত করে ফেলেছে। তারা এভাবে অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করতে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেন। মূলত: নিজেদের একটি বিশেষ উদ্দেশ সাধন করার জন্য নাশকতা, খুন, জখমের আশ্রয় নেয় ক্ষমতাসীন গোষ্ঠী। তাদের এই সহিংস অপকর্ম ঢাকতে গিয়ে, ঘটনা ঘটার সাথেসাথেই কোনো রকম তদন্ত ছাড়া বিরোধী দলের ওপর দোষ চাপানো। মনে হয়, রক্তাক্ত অপকর্মের ঘটনা ঘটানো হবে বলেই তারা আগাম বিবৃতি প্রস্তুত করে রাখেন।
তিনি বলেন, গোটা দেশের মালিক হওয়ার জন্যই শাসকদল দেশবাসীর সম্পত্তি গ্রাস করে নিতে চাচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ডিএনসিসি মার্কেটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকা-ের ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্তের অভাবে ঢেকে না যায় এবং ব্যবসায়ীদেরকে যাতে মার্কেটটি থেকে উচ্ছেদ করতে না পারে সেজন্য সকল মহলকে সচেতন থাকার পাশাপাশি নাশকতা সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণেরও জোর দাবি জানাচ্ছি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রিজভী ক্ষমতাসীন দলের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার দায় তদন্ত ছাড়াই সরকারের তরফ থেকে বিরোধীদলের উপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন। তিনি বলেন, সরকার একচোখা নীতিতে চলছে। তারা কোনো অনুষ্ঠান করলে ডিএমপি অনুমতি দেয়। কিন্তু বিএনপি করতে গেলেই যত সমস্যা তৈরি করে। লিটন হত্যা প্রসঙ্গে রিজভী বলেন, লিটনের ভাই ও স্ত্রীর কথায় অন্য কিছু বোঝাচ্ছে। কিন্তু তদন্ত ছাড়াই সরকারের বিরোধীদলকে দোষারোপ করার অভ্যাস হয়ে গেছে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ