Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চাশ বছরে প্রথম সন্তানের মা হলেন শিল্পী জ্যানেট জ্যাকসন

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পঞ্চাশ বছর বয়সে এসে প্রথম সন্তানের মা হলেন মার্কিন পপতারকা জ্যানেট জ্যাকসন।
আর সদ্য জন্ম নেয়া ছেলে সন্তানকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত জ্যানেট এবং তার স্বামী কাতারের ব্যবসায়ী স্বামী উইশাম আল মানা। নবজাতকের নাম রাখা হয়েছে আয়েশা আল মানা। জ্যানেট ও তার স্বামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া এক বিবৃতিতে সন্তান জন্মের কথা ঘোষণা করা হয়েছে। জ্যানেট মা হতে চলেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গত এপ্রিলে, যখন তিনি তার পূর্বনির্ধারিত প্রোগ্রাম বাতিল করেছিলেন। পপ তারকা মাইকেল জ্যাকসনের ছোট বোন জ্যানেট জ্যাকসন নয় ভাইবোনের মধ্যে সবার ছোট।
সাতবার গ্রামী অ্যাওয়ার্ড উইনার জ্যানেট জ্যাকসনের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮২ সালে। এখন পর্যন্ত ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা। ২০১২ সালে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন কাতারের ধনকুবের ব্যবসায়ী উইশাম আল মানাকের সঙ্গে। জ্যানেটের এটি তৃতীয় বিয়ে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ