পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : নগরীর জালালাবাদ, রৌফাবাদ, হালিশহর হাউজিং এস্টেট, আলী মাঝির পাড়া, চন্দনপুরা, সিরাজউদদ্দৌলা রোড, বায়োজিদ এলাকায় কেজিডিসিএল’র ভিজিল্যান্স টীম গতকাল (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮টি এবং অননুমোদিত সরঞ্জাম ও বকেয়া গ্যাস বিলের কারণে ২৩৪টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অনুমোদনের অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন সরঞ্জাম ব্যবহারের দায়ে কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত মেসার্স খালেমা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট গ্রাহকের বিরুদ্ধে সরকারী পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে। এসময় কেজিডিসিএল’র ভিজিল্যান্স ডিপার্টমেন্টের ব্যবস্থাপক প্রকৌশলী হাসান সোহরাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।