পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
প্রেস বিজ্ঞপ্তি : স্কয়ার ইনফরমেটিক্স ও এক্সপ্রেস লেদার প্রোডাক্টসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারি এক্সপ্রেস লেদার প্রোডাক্টসের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাজী জামিল ইসলাম ব্যাবস্থাপনা পরিচালক, এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড এবং স্কোয়াড্রন লিডার (অব.) ইঞ্জি. আহমেদ উল্লাহ ভুঁইয়া জেনারেল ম্যানেজার, স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেড নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে মানবসম্পদ বিভাগীয় প্রধান এমদাদুল করিম, অ্যাকাউন্টস ও ফাইনান্স বিভাগীয় প্রধান আবু ঈসা ভুঁইয়া, ম্যানেজার এম আই এস, এ এইচম এস আরেফিন, ডেপুটি জেনারাল ম্যানেজার ইঞ্জি. গৌতম বসাক স্কয়ার ইনফরমেটিক্স এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেড এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের জন্য একটি ইন্টিগ্রেটেড হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার (ঐঈগঝ) ইমপ্লিমেন্ট এবং সার্ভিস প্রদান করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।