Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে ছাত্রলীগ ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

পুরস্কারপ্রাপ্ত বক্সারকে মারধর

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চবি সংবাদদাতা : জাতীয় পুরস্কারপ্রাপ্ত বক্সার মোনায়েবুর রহমানকে মারধর ও সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় চবি ছাত্রলীগ ও ছাত্রদলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিশ^বিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। মোনায়েবুর চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সায়েন্সেস বিভাগের প্রথম বর্ষের  শিক্ষার্থী।
বহিষ্কৃত নেতারা হলেনÑ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি  মো: নাজমুল করিম নিপুন ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ উজ্জ্বল। তারা দু’জনেই কম্পিউটার সায়েন্সেস বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ^বিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোনায়েবুরকে মারধরের ঘটনায় ওই দুই অভিযুক্ত শিক্ষার্থী জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে আগামী ৮ জানুয়ারির মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখে হচ্ছে। ’
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল খেলোয়াড় গতকাল কালো ব্যাচ ধারণ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘কারো ব্যক্তিগত কাজের জন্য যদি কোনো অপরাধ করে থাকে সংগঠন তার দায়ভার  নেবে না। যদি বিষয়টি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট সুপারিশ করা হবে।’
ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম বলেন, ‘যেখানে ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না সেখানে একজন নেতা কিভাবে চাঁদাবাজি করে? তবে ব্যক্তিগতভাবে কেউ যদি জড়িত থাকে তার দায় সংগঠন নেবে না। এছাড়া এ ঘটনার সাথে জড়িত মূল হোতাদের শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রথম ক্লাস করতে এলে মোনায়েবুর রহমানকে  তুলে নিয়ে গিয়ে মারধর করে কয়েকজন ছাত্রলীগ ও ছাত্রদলের এক নেতা। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারা দুই ভাই চবিতে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই পরিবারের কাছে তারা সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বলে জানায় তার বাবা ডা: মাহবুবর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ