Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে ১০৩টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইসরো

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক যাত্রায় ১০৩টি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পিএসএলভি-সি৩৭ এর সাহায্যে এই ১০৩টি স্যাটেলাইট পাঠানো হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সাউথ এশিয়ার স্যাটেলাইট প্রজেক্ট মার্চ মাসে লঞ্চ করতে চলেছে।
এই ১০০টি কৃত্রিম উপগ্রহের মধ্যে বেশিরভাগই বিদেশি। এর মধ্যে আমেরিকা ও জার্মানির স্যাটেলাইটও রয়েছে। ইসরোর লিকুইড প্রোপালসন সিস্টেম সেন্টারের ডিরেক্টর এস সোমনাথ এ কথা জানিয়েছেন। জানুয়ারিতেই ৮০টি স্যাটেলাইট নিয়ে মোট ৮৩টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কথা ছিল ইসরোর। কিন্তু আরও ২০টি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়ায় লঞ্চিং পিছিয়ে ফেব্রুয়ারি করা হয়। পিএসএলভি-র মোট ওজন ১৩৫০ কেজি। ভারতের মহাকাশ গবেষণায় এটি মাইলস্টোন হবে বলে মনে করা হচ্ছে। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ