পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : আরব আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় বই উৎসব ২০১৭। গত মঙ্গলবার স্কুল মাঠে আয়োজিত বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এতে নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে এখন উদ্বেলিত শিক্ষার্থীরা।
এতে স্কুল কমিটির সভাপতি আলহাজ পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে এবং ইমরান ও নাওয়াজার এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত বই উৎসবের প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান। বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান আলহাজ আক্তার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত ছিলেন সোলেমান আবদুল্লাহ, সোলেমান মোহাম্মদ, জমির উদ্দিন, আবদুল হক, ইঞ্জিনিয়ার জাকির, ইঞ্জিনিয়ার আক্তার, হাফেজ আসাদ আহম্মেদ চৌধুরী, আবদুল আলিম বাবু, শিক্ষকম-লী, অভিভাবকবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।
বছরের শুরুতেই নতুন বই হাতে পাওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২০১৬ সালের জেএসসি ও পিএসসি পরীক্ষায় স্কুলটি শতভাগ সফলতা অর্জন করে। উৎসব শেষে জেএসসি ও পিএসসি পরীক্ষায় কৃর্তি ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।