পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে গাইবান্ধার সুন্দরগঞ্জ বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশে প্রতিদিন ১৫ ইউনিয়ন ও পৌরসভায় আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে প্রকৃত খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ আব্দুল্লাহ্ হারুন বাবলু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ মাসুদা খাজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ, আওয়ামীলীগ নেতা পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, জেলা আওয়ামীলীগ নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা বাবুল, সাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, যুবলীগ নেতা রেজাউল আলম রেজা, উদয় নারায়ণ সরকার প্রমুখ। বক্তারা বলেন, ক্ষমতাসীন দলের বর্তমান এমপিকে যেখানে হত্যা করা হয়েছে, সেখানে আমাদের নিরাপত্তা নেই। আমরা মৃত্যুর মুখোমুখি রয়েছি। যে কোন সময় স্বাধীনতা বিরোধী অপশক্তি আমাদেরকে আক্রমণ করতে পারে। তাই নেতাকর্মীরা নিরাপত্তার দাবি জানান। বক্তারা আরো বলেন, সাধারণ নিরপরাধ লোককে হয়রানির জন্য গ্রেফতার না করে প্রকৃত খুনিদের খুঁজে বের করে গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এমপি লিটনের মৃত্যুতে শোক সভা
এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ ডিগ্রী কলেজের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (মঙ্গলবার) দুপুরে কলেজ হলরুমে অনুষ্ঠিত শোক সভায় অধ্যক্ষ এ.কে.এ.এম. হাবিব সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য নাসরিন সুলতানা, লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কলেজ শিক্ষক আঃ হান্নান সরকার, আঃ জলিল সরকার, আলহাজ¦্ মশিউর রহমান, সাইফুল ইসলাম, আঃ রউফ, মঞ্জুরুল ইসলাম ও আ’লীগ অবসরপ্রাপ্ত পোষ্ট মাষ্টার সুলতান উদ্দিন আহমেদ। শেষে এক মিনিট নিরবতা পালন করে এমপি লিটনের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজ শিক্ষক মাওঃ আঃ গণি।
এমপি লিটনের কবরের পাশে কাদের সিদ্দিকী
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য দুর্বৃত্তের গুলিতে নিহত মঞ্জুরুল ইসলাম লিটনের কবর জিয়ারত করলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
গতকাল (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিহত এমপি লিটনের বাসভবনে যান এবং তার শোকাহত পারিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কাদের সিদ্দিকী খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান। এরপর বঙ্গবীর এমপি লিটনের কবর জিয়ারত করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।