Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : প্রধানমন্ত্রী

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চক্রান্তকারীরা আগে লিটনের ভাবমর্যাদা নষ্ট করেছে, পরে তাকে হত্যা করেছে। ছেলেটি ভালো ছিল, বিদেশে পড়াশোনা করেছে। জামায়াত অধ্যুষিত এলাকায় সে আওয়ামী লীগের পতাকা উড্ডীন  রেখেছে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ও আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে দু’টি পৃথক শোক প্রস্তাব তোলা হয়। এতে এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ সভায় উপস্থিত একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে একথা জানা গেছে। এ আলোচনায় প্রধানমন্ত্রী লিটনের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, লিটনের ভাবমর্যাদা ক্ষুণœ করার জন্যই শিশুর পায়ে গুলি করার ঘটনাটি ফলাও করে প্রচার করা হয়েছে। আসলে সে তখন আত্মরক্ষার্থে গুলি করেছিল। সেটি প্রচার না করে শিশুর পায়ের গুলির ঘটনা ফলাও করে প্রচার করা হয়। ফলে তার ভাবমর্যাদা নষ্ট হয়।
তিনি আরো বলেন, এটি একটি পরিকল্পিত ও জঘন্য হত্যাকা-। জামায়াত অধ্যুষিত এলাকায় লিটন আওয়ামী পক্ষে সাহসী ভূমিকা পালন করেছে। সে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের সুন্দরগঞ্জ সফর রুখে দিয়েছিল। তখন থেকেই সে তাদের টার্গেট হয়। তিনি বলেন, ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাতজন এমপিকে হত্যা করা হয়। এছাড়াও সংসদ সদস্য থাকাবস্থায় আহসান উল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকেও হত্যা করা হয়। কাজেই ষড়ন্ত্রকারীদের এ ধরনের চক্রান্ত নতুন নয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুমোদন জেল-জরিমানার পরিমাণ বাড়িয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার। আইনটি পাস হলে সিডিএ এলাকায় মহাপরিকল্পনা না মেনে জমি ব্যবহার করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদনের পাশাপাশি হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিটিউ আইন এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনের খসড়াও নীতিগত অনুমোদন  দেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৫৯ সালে পাকিস্তান আমলের মার্শাল ল’ আইন দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চলছিল। উচ্চ আদালতের নির্দেশে মার্শাল ল’ আমলের আইনগুলোকে পরিমার্জন করে বাংলা করা হচ্ছে। রাজশাহী ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আধুনিক আইন অনুযায়ী গঠিত হয়েছে জানিয়ে শফিউল বলেন, ওই আইনের সঙ্গে সমন্বয় রেখে সিডিএ আইন হালনাগাদ করা হয়েছে।
নতুন আইনে জেল-জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কর্তৃপক্ষ স্থাপিত দেয়াল, সীমানা খুঁটি বা বাতি অপসারণ করলে পাঁচ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে, আগে যা ছিল ২০০ টাকা। কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পরও  কোনো স্থাপনা বা স্থাপনার বিশেষ অংশ না সরালে ৫০ হাজার থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
মাস্টার প্ল্যান না মেনে জমি ব্যবহার করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। এই অপরাধে আগে একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা করে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে আদায় করা হতো। সিডিএর চেয়ারম্যান বা সদস্যরা পদে থেকে কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করলে সর্বোচ্চ দুই বছর জেল, ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দ- দেয়া হবে।
আগের আইনে জেল-জরিমানা আরোপের বিষয়টি জটিল ছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাাবিত আইনে সেগুলো সরলীকরণ করা হয়েছে।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন অনুমোদন
 বৈঠকে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। সামরিক শাসনামলে ১৯৭৭ সালে প্রণীত অর্ডিন্যান্সকে বদলে বাংলায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন করে এই ইনস্টিটিউটের সর্বোচ্চ পদে মহাপরিচালক নিয়োগ দেবে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতিষ্ঠান প্রধানের পদবি পরিচালক থেকে পরিবর্তন করে মহাপরিচালক করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিচালনা পর্যদের গঠনও পুনর্বিন্যাস করা হয়েছে। ২০ সদস্যের পরিচালনা পর্ষদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হবেন চেয়ারম্যান এবং সচিব হবেন ভাইস  চেয়ারম্যান। পরিচালনা পর্ষদের মনোনীত সদস্যরা দুই বছরের জন্য নিয়োগ পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
ইমারতের নকশা প্রণয়ন, নির্মাণ, নির্মাণ উপকরণ শিল্প এবং মানববসতি সংশ্লিষ্ট কারিগরি ও বৈজ্ঞানিক অনুসন্ধান ও পরিচালনা করে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। এছাড়া দেশজ নির্মাণ উপকরণের প্রাপ্ততা, উন্নয়ন ও এ নিয়ে গবেষণা; বহুল প্রচলিত নির্মাণ উপকরণের নতুন ও উন্নত ব্যবহার উৎসাহিতকরণ, গৃহায়ন খাতে ভূমিকম্প সহনীয় নির্মাণ প্রযুক্তি, স্বল্প খরচে ইমারত নির্মাণে পরিকল্পনা ও নকশা প্রণয়ন, ভবন রক্ষণাবেক্ষণে আধুনিক কৌশল উন্নয়নে উদ্যোগ  নেয়াসহ ১৭ ধরনের গবেষণাধর্মী কাজ করে এই ইনস্টিটিউট।
মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ ভেটিরিনারি কাউন্সিল আইনের খসড়াও অনুমোদন দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৮২ সালের একটি অর্ডিন্যান্স অনুসারে  ভেটেরিনারি কাউন্সিল চলছিল। এটিকে বাংলায় রূপান্তর করে নতুন আইন করা হচ্ছে। ভেটেরিনারি কাউন্সিল এখন পর্যন্ত পাঁচ হাজার ১৫০ জন ভেটিরিনারি সার্জনকে নিবন্ধন দিয়েছে বলেও জানান শফিউল আলম।
সংসদ সদস্য লিটন, বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভার  শোক
গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন এবং আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
 বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দু’টি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তিনি বলেন, বৈঠকের শুরুতেই মন্ত্রিসভা দু’টি শোক প্রস্তাব গ্রহণ করে। গত শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে লিটনকে গুলি করে দুর্বৃত্তরা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
অন্যদিকে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানা গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্যান্সারে আক্রান্ত বিচারপতিকে দুই বছর সিঙ্গাপুরে চিকিৎসার পর গত ৩০ ডিসেম্বর ঢাকায় আনা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ১৯৮৪ সালে জেলা আদালত এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন বজলুর রহমান। ২০০১ সালের ৩ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে ২০০৯ সালের ১০ মে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন তিনি।



 

Show all comments
  • Surma ৩ জানুয়ারি, ২০১৭, ১:৫৭ এএম says : 0
    kara korese seta khuje ber korte hobe.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ