পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেল স্টেশনে দ-ায়মান ট্রেনের চাকা ঘেষে রেল লাইনে গ্রেনেড সাদৃশ্য বস্তু দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে বসে বসে সময় পার করেন। যাত্রীরা স্টেশনের চতুর্দিকে অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিপদে পড়েছেন বেশি মহিলা যাত্রীরা।
জানা গেছে, গতকাল সোমবার আন্দোলনরত বিক্ষুদ্ধ জনতা লালমনিহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ২৯ নম্বর বগুড়া এক্সপ্রেস-২০ ডাউন যাত্রীবাহি ট্রেনটি সকাল ৭.৪৫ মিনিটে বামনডাঙ্গা রেল স্টেশনে পৌঁছে। বিরতির পর ট্রেন ছাড়ার সময় কে বা কারা ট্রেনের নিচে গ্রেনেড রাখা হয়েছে মর্মে প্রচার করলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা গন্তব্যে পৌঁছার চেয়ে জীবনের প্রাধান্য দিয়ে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে বসে বসে সময় কাটান। এখবর ছড়িয়ে পড়লে পুলিশ ট্রেনটির চতুর্দিকে পাহারা বসায়। পুলিশ জানায়, এক্সপার্ট ডাকা হয়েছে। তারা না আসা পর্যন্ত গ্রেনেড সাদৃশ্য বস্তুর ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। অবশেষে বিকাল ৫টায় রংপুর সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড সাদৃশ্য বস্তুটি একটি খেলনা বলে নিশ্চিত করেন। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।