Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা ক্ষেত্রেও বিআরবি গ্রুপ কুষ্টিয়ায় হাসিব ড্রীম স্কুল-কলেজ উদ্বোধন

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এস এম আলী আহসান পান্না, কুষ্টিয়া থেকে ঃ আগামী প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে কুষ্টিয়া শহরের আমলাপড়ায় বিআরবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে হাসিব ড্রীম স্কুল-কলেজ’র শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল (সোমবার) সকালে ৯ কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিআরবি গ্রুপের স্বপ্নদ্রষ্টা, হাসিব ড্রীম স্কুল কলেজ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ জহির রায়হান।
এ সময় তিনি বলেন, সাংস্কৃতিক এ জেলায় হাসিব ড্রীম স্কুল-কলেজ শিক্ষার নিশ্চয়তায় আরও একধাপ এগিয়ে যাবে। দেশের শিক্ষা বোর্ডের নিয়মনীতি মেনে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের প্রতি তিনি অনুরোধ জানান। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের ব্যবধানে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে হিসেবে পরিণত হবে। এখানে শিক্ষা গ্রহণ করে বের হওয়া প্রতিটি শিক্ষার্থী বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে লেখাপড়া করার সুযোগ পাবে। আমাদের জীবনের লেখাপড়ার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ প্রাথমিক শিক্ষা। এই জায়গা থেকে শিক্ষার্থীদের ভালভাবে তৈরী করতে পারলে তারা যে কোন জায়গায় উন্নত প্রতিযোগিতায় টিকে থাকবে।
সভাপতির বক্তব্যে হাসিব ড্রীম স্কুল-কলেজ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, আলহাজ মোঃ মজিবর রহমান বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল কুষ্টিয়াতে মানসম্মত এ ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। আজ সে স্বপ্ন সার্থক হয়েছে। শিক্ষা সেবায় আমার মূল লক্ষ্য, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থী তৈরী হবে, যারা হবে আগামী প্রজন্মের ভবিষ্যত।
 তিনি আরও বলেন, আমি সকলের সহযোগিতা পেয়েছি বলেই মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি। আপনারা আমার জন্য, আমার পরিবার এবং প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও অ্যাডভোকেট সুব্রুত চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিআরবি গ্রুপের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার কামরুজ্জামান। এ সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে নতুন প্রতিষ্ঠান ও সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ